চেন্নাই, 30 এপ্রিল: এবার ঘরের মাঠেও হার চেন্নাই সুপার কিংসের ৷ 4 উইকেটে রবিবারের শেষ বলের থ্রিলার জিতে নিল শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস ৷ মূলত, লিয়াম লিভিংস্টন, স্যাম কারেন এবং জীতেশ শর্মার ব্যাটে ভর করে শেষ 6 ওভারে 80-র বেশি রান তুলে ম্যাচ জিতল পঞ্জাব কিংস ৷ এ দিন টস জিতে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ৷ 200 রানও স্কোর বোর্ডে তুলেছিল চেন্নাই ৷ কিন্তু, অনভিজ্ঞ বোলিং লাইনআপ সেই রান ডিফেন্ড করতে ব্যর্থ হল ৷ আজকের ম্যাচ জিতে পঞ্জাব 10 পয়েন্ট নিয়ে 5 নম্বরে উঠে এসেছে ৷ সেই সঙ্গে চেন্নাই 4 নম্বরে রয়েছে পয়েন্ট তালিকায় ৷
200 রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিল পঞ্জাব কিংস ৷ প্রভসিমরণ (42) এবং অধিনায়ক শিখর ধাওয়ান (28) আক্রমণাত্মক ব্যাটিং করেন ৷ পাওয়ার প্লে-তে 1 উইকেট হারিয়ে 62 রান তোলে পঞ্জাব ৷ কিন্তু, এর পর রান গতি অনেকটাই কমে যায় ৷ 10 ওভারে 2 উইকেট হারিয়ে 94 রান তোলে তারা ৷ এখান থেকেই ম্যাচে ফেরে চেন্নাই সুপার কিংস ৷ উইকেটের পিছন থেকে ধোনির পরামর্শে ভালোই ম্যাচ এগোচ্ছিলেন সিএসকে বোলাররা ৷ কিন্তু, 16 নম্বর ওভারে তুষার দেশ পান্ডেকে টার্গেট করেন লিয়াম লিভিংস্টন ৷ তিনি ওই ওভারে আউট হলেও, রান গতি অনেকটাই বাড়িয়ে দিয়ে যান ৷