লখনউ, 16 এপ্রিল:আইপিএলের খেলাগুলি এমনই। শেষে এসে সবকিছুর ফয়সালা হয়। আগের 38 ওভার কী খেলা হয়েছে, তার উপরে কিছুই নির্ভর হয় না ৷ নতুনভাবে যেন খেলা শুরু হয় শেষ কিছু ওভারে। আইপিএলের 16তম সংস্করণের শনিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও পঞ্জাব কিংস। রাহুলদের 8 উইকেটে 159 রানের জবাবে 3 বল বাকি থাকতে পঞ্জাব করল 8 উইকেটে 161 ৷ ম্যাচের রাজা শাহরুখ খান ও সিকন্দর রাজা।
চোটের জন্য শিখর ধাওয়ান এদিন খেলতে না-পারায় পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিতে নামেন স্যাম কারেন। টস জিতে তিনি লখনউ সুপার জায়ান্টকে ব্যাট করতে পাঠান। প্রথমে ব্যাট করে 20 ওভারে 8 উইকেটের বিনিময়ে 159 রান তোলে লখনউ। জবাবে 3 বল বাকি থাকতে 8টি উইকেট দিয়ে 161 রান তুলে ম্যাচ জিতে নেয় পঞ্জাব।
লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনউ চারটির মধ্যে এর আগে তিনটি ম্যাচেই জিতেছিল। তারা পরাজিত করে দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। তবে সিএসকে-র বিরুদ্ধে হোঁচট খেতে হয়েছিল রাহুলদের। ধাক্কা সামলে পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়িয়েছিলেন রাহুলরা। তবে এবার আবারও ধাক্কা খেতে হল লখনউকে। এবার ঘরের মাঠে লখনউয়ের প্রতিপক্ষ ছিল পঞ্জাব কিংস, যারা নিজেদের প্রথম 4টি ম্যাচের 2টিতে জেতে এবং হারে 2টি ম্যাচ। শিখর ধাওয়ানরা পরাজিত করেন কেকেআর ও রাজস্থান রয়্যালসকে। পঞ্জাব 2টি ম্যাচে পরাজিত হয় যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটানসের কাছে। যদিও এদিন লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে জয়ে ফেরে পঞ্জাব কিংস।
আরও পড়ুন:বাঙালিয়ানায় বর্ষবরণ নাইটদের, মুম্বইতে জয়ের খোঁজে কেকেআর
ম্য়াচের সেরা সিকন্দর ৷ সেই সঙ্গে শেষ দিকে শাহরুখ খানের ক্যামিও ইনিংস। প্রথমে সিকন্দার রাজা 57 রান করে দলের জয়কে এগিয়ে দেন। শেষ কাজটি করেছেন শাহরুখ খান। তিনি কিংসকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। 3 বল বাকি থাকতেই জয়ের লক্ষ্য পার করল পঞ্জাব কিংস। অন্যদিকে, লোকেশ রাহুল 74 রানের ইনিংস খেললেও উলটোদিক থেকে কেউ ভরসা দিতে পারেননি। পঞ্জাব কিংসকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল লখনউ সুপার জায়ান্টসের কাছে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ রাহুলের দল। টানটান উত্তেজনার ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে 2 উইকেটে হারায় পঞ্জাব কিংস।