গুয়াহাটি, 5 এপ্রিল: অসমের মাটিতে আইপিএলে প্রথম ম্যাচ ৷ প্রথমার্ধে ব্যাটারদের দুরন্ত ইনিংসের সুবাদে রাজস্থানকে হারিয়ে কিংস সেই পঞ্জাবই । ঝোড়ো ইনিংসে বর্ষাপাড়া স্টেডিয়ামের দর্শকদের মাতিয়েছিলেন কিংস ওপেনাররা ৷ সেই রেশ বজায় রেখেই রাজস্থান ব্যাটারদের আটকে দিলেন নাথান এলিস । 5 রানে ম্যাচ জিতল পঞ্জাব ।
পঞ্জাবের দেওয়া টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই যশস্বী জয়সওয়াল, রবিচন্দ্রন অশ্বিনের উইকেট হারায় রাজস্থান । 25 বলে 42 রান করা সঞ্জু স্যামসন উইকেট বাঁচিয়ে ম্যাচ জেতানোর পথে এগোলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি । রয়্যালস অধিনায়ককে ডাগ-আউটে ফেরান নাথান এলিস । মাঝে দেবদূত পাডিক্কল (26 বলে 21) চেষ্টা করলেও বড় রান করতে পারেননি ।
ঘরের মাঠে নায়ক হওয়ার সুযোগ ছিল রিয়ান পরাগের সামনে । যদিও 12 বলে 20 রান করেই ক্রিজ ছাড়তে হল ঘরের ছেলেকে । তারপর খেলাটা ধরেছিলেন বছর বাইশের ধ্রুভ জুরেল । ইমপ্যাক্ট প্লেয়ারকে ব্যাটে সঙ্গ দিচ্ছিলেন সিমরন হেটামায়ার । ইন্দো-ক্যারিবিয়ান জুটিতে একসময় জয়ের স্বপ্ন দেখছিল রয়্যালস শিবির । শেষে শাহরুখ খানের দুরন্ত থ্রো'তে শেষ ওভারে হেটমায়ার ক্রিজ ছাড়তেই জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় । মাত্র 18 বলে 36 রান করেন হেটামায়ার । জুরেলের সংগ্রহ 15 বলে 32 রান ।