ধোনি ব্রিগেডকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় নাইটরা কলকাতা, 22 এপ্রিল: ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। দারুণ শুরু করেও কলকাতা নাইট রাইডার্স চলতি আইপিএলে বিপাকে। তিন থেকে নেমে একধাক্কায় আট নম্বরে। অন্যদিকে আট পয়েন্ট নিয়ে তিনে ধোনি ব্রিগেড। তাই ধারেভারে অনেকটাই ভালো জায়গায় চেন্নাই। কিন্তু রবিবারের ম্যাচে কেকেআর বনাম সিএসকে'র লড়াই ছাপিয়েও কখনও কখনও বড় হয়ে দেখা দিচ্ছে শহরের ধোনি-আবেগ। শনিবার অক্ষয় তৃতীয়া এবং ঈদ, জোড়া উৎসবের আবহে কলকাতায় পা রাখল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। তবে ইডেনে অনুশীলন এদিন তাঁরা করেননি ৷ অন্যদিকে অনুশীলন সারলেও নাইট শিবিরে চিন্তায় বোলিং ৷ তবে প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে ফিরে আসার আশ্বাস কোচ ভরত অরুণের ৷
তবে দলে ফাঁক-ফোঁকর অনেক ৷ অর্ধেক টুর্নামেন্ট হয়ে যাওয়ার পরেও কলকাতা সঠিক একাদশ খুঁজতে ব্যর্থ। ওপেনিং জুটি স্থায়ী হয়নি। পুরো দলের বোঝাপড়া দোদুল্যমান। নাইটদের বোলিং কোচ ভরত অরুণ বলেন, "চলতি আইপিএলে প্রতিটি দল পাওয়ার প্লে'তে সমস্যায় পড়ছে। প্রতিটি দলের বোলাররা দারুণ বল করছে। আমরা পারফরম্যান্সের করে দারুণভাবে ফিরব। এ ব্যাপারে আমি নিশ্চিত।" বিশেষ করে উমেশ যাদব এবং শার্দূল ঠাকুরের পারফরম্যান্স সমালোচনার কেন্দ্রে। যদিও দলের দুই সিনিয়র বোলারের পাশে দাঁড়িয়েছেন ভরত অরুণ।
তাঁর কথায়, ওরা দু'জন খারাপ খেলছে তা বলব না। প্রথম দু'টো ম্যাচে উমেশ যথেষ্ট ভালো বল করেছে। গতবছর আমরা পাওয়ার-প্লে'তে উইকেট পাইনি। আমি নিশ্চিত আমরা ফিরে আসব। শনিবারের ম্যাচের কেন্দ্রে মহেন্দ্র সিং এবং তাঁর দল। স্বাভাবিকভাবেই ঘরের মাঠে নাইটরা যেন আন্ডারডগ। প্রশ্নটি উঠতেই ভরত অরুণ বলছেন, "আমরা জানি আমাদের প্রতিপক্ষ চেন্নাই। কিন্তু ওদের বিরুদ্ধে আমাদের অতীতের রেকর্ডটা দেখুন। আমরা আমাদের শক্তির ওপর ভরসা রাখছি। ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী।"
আরও পড়ুন:কেরিয়ারের শেষ পর্যায়ে রয়েছি, ধোনির মন্তব্যে ফের অবসর জল্পনা
টানা হারে বিপর্যস্ত নাইটরা। চাকা ঘোরাতে কোথায় উন্নতি দরকার ? এই প্রশ্নে বোলিং কোচের কথায়, আমাদের পাওয়ার প্লে'তে বোলিং এবং ব্যাটিং দুই জায়গায় উন্নতি করতে হবে। প্রতিটি ইনিংসে দু'শো তাড়া করতে হচ্ছে। আমাদের এই বিষয়টি দেখতে হবে। জয়ের ধারা বজায় রাখা সবসময় কঠিন। প্রত্যেক দলেরই ওঠানামা রয়েছে। ইতিমধ্যেই ওপেনিং নিয়ে সমস্যায় নাইটরা। বিষয়টি মেনে নিয়ে ভরত অরুণ জানিয়েছেন, তারা একাধিক জুটি ইনিংস ওপেনিংয়ে ব্যবহার করেছেন। আর তা করছেন সঠিক কম্বিনেশন খুঁজে বের করতে। তাই বলাই যায় তিন হারের ধাক্কায় দিশেহারা কেকেআর এবার ঘরের মাঠে কঠিনতম চ্যালেঞ্জের সামনে। সেই মহাচ্যালেঞ্জের নাম মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।