পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: পরিকল্পতিভাবে সিরাজকে উত্যক্ত করেছিলেন, স্বীকারোক্তি সল্টের

সিরাজকে টার্গেট করা তাঁর পূর্ব পরিকল্পিত ৷ ম্যাচ শেষে স্বীকার করে নিলেন দিল্লি ক্যাপিটালসের উইকেট-কিপার ব্যাটার ফিল সল্ট ৷ জানালেন, সিরাজের বাউন্সারের পর তিনিই প্রথমে খোঁচা দিয়েছিলেন ৷ সেখান থেকেই কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয় দু’তরফে ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

By

Published : May 7, 2023, 9:38 PM IST

নয়াদিল্লি, 7 মে: মহম্মদ সিরাজের সঙ্গে মাঠের মধ্যেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন দিল্লি ক্যাপিটালসের ব্রিটিশ উইকেট-কিপার ব্যাটার ফিল সল্ট ৷ যে ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি ৷ জানালেন, তিনিই প্রথমে খোঁচাটা দিয়েছিলেন ৷ আর সেটা পূর্ব পরিকল্পিত ছিল ৷ সিরাজের সঙ্গে মনস্তাত্ত্বিকভাবে খেলেছেন তিনি ৷ আর তাতে সফলও হয়েছেন ৷ তবে, এর অন্যতম কারণ বেঙ্গালুরুতে আরসিবি ক্রিকেটাররা মাঠে তাঁদের কোণঠাসা করে দিয়েছিল ৷ সেটার জবাব দিতেই তিনি প্রতিপক্ষের সেরা বোলারকে খোঁচা দিয়েছিলেন ৷

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আরসিবি-র বিরুদ্ধে 182 রান তাড়া করতে নেমে ফিল সল্ট এবং ডেভিড ওয়ার্নার শুরু থেকেই প্রতি আক্রমণে যান ৷ বিশেষত, ব্রিটিশ উইকেট-কিপার ব্যাটার ফিল সল্ট ৷ তিনিই মহম্মদ সিরাজ, জশ হেজলউডদের আক্রমণ করেন ৷ ম্যাচের পঞ্চম ওভারে সিরাজকে পরপর দু’টো ছয় ও একটা চার মারেন ফিল সল্ট ৷ যার পর চতুর্থ বলে সিরাজ তাঁর ঝুলি থেকে ভয়ঙ্কর বাউন্সার বের করেন ৷ কিন্তু, সেটা এতটাই উঁচু দিয়ে বেরিয়ে যায় যে, আম্পায়ার ওয়াইড কল করেন ৷ আর সেই সময় ফিল সল্ট সিরাজকে কিছু একটা বলেন ৷ যার পালটা সিরাজ জবাব দেন ৷

বিষয়টি খারাপ দিকে যায়, যখন সিরাজ আঙুল উঁচিয়ে ফিল সল্টের দিকে তেড়ে যান ৷ দু’জনের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয় ৷ এরই মাঝে দুই দলের অধিনায়ক এবং আম্পায়াররা হস্তক্ষেপ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷ কী এমন বলেছিলেন ফিল সল্ট ? যাতে সিরাজ আঙুল উঁচিয়ে তেড়ে গেলেন ! সল্ট জানালেন, তিনিই প্রথমে সিরাজকে একটু খোঁচা দিয়েছিলেন ৷ কারণ, বেঙ্গালুরুর মাঠে আরসিবি-র ক্রিকেটাররা দিল্লি ক্যাপিটালসের উপর দাপট দেখিয়েছিলেন ৷ তাই ম্যাচের আগে এ নিয়ে অনেক কথা হয়েছিল দিল্লির ড্রেসিংরুমে ৷ আরসিবি-কে সেটাই ফিরিয়ে দিতে চেয়েছিলেন ৷

ফিল সল্ট বলেন, ‘‘দু’তরফে কিছু কথা হয় ৷ খোঁচাও দেওয়া হয়েছিল ৷ যার অধিকাংশটাই আমার তরফে ৷ আমি মনে করি, যদি প্রতিপক্ষের সেরা বোলারটিকে টার্গেট করতে পারলে লড়াইটা অনেকটাই জেতা সহজ হয়ে যায় ৷ তাই প্রথম ওভার হোক, বা যে কোনও ওভার ও করতে আসত ৷ আমি ওকে টার্গেট করতামই ৷ এতে ডাগআউটে একটা ইতিবাচক বার্তা যায় ৷’’

আরও পড়ুন:প্রথম চারে প্রবেশের সুযোগ হাতছাড়া কোহলিদের, বড় জয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল দিল্লি

ফিলের মতে, তাঁর সেই আক্রমণাত্মক ইনিংসের কারণেই তিন ও চার নম্বরে নেমে মিচেল মার্শ এবং রাইলি রসোউ নিশ্চিন্তে খেলতে পেরেছিলেন ৷ ফিল সল্ট স্বীকার করেছেন, তিনিই প্রথম ঠান্ডা মাথায় উত্যক্ত করেছিলেন সিরাজকে ৷ তাঁর ফাঁদে পা দেন আরসিবি পেসার ৷ কিন্তু, সোশাল মিডিয়ায় সিরাজের সমালোচনাই করেছেন সকলে ৷ কারণ, সিরাজের আচরণ ৷ খারাপ বোলিং করার পরেও প্রতিপক্ষের দিকে আঙুল উঁচিয়ে তেড়ে যাওয়ার বিষয়টি ভালোভাবে নেননি সমর্থকরা ৷ উল্লেখ্য, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে গতকালের ওই ম্যাচে দিল্লি ক্যাপিটালস 20 বল বাকি থাকতে 7 উইকেটে হারিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details