দুবাই, 21 সেপ্টেম্বর : মরু শহরে তৃতীয় দিনেই লিগ তালিকায় ছয়-সাতের লড়াই ৷ দুবাইয়ে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংস ৷ বার্থ ডে বয় ক্রিস গেইলের ব্যাটিং ঝড়ের দিতে তাকিয়ে প্রীতি জিন্টার দল ৷ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পঞ্জাব কিংস ক্যাপ্টেন লোকেশ রাহুলের ৷ এদিন তিনজনের অভিষেক হয় পঞ্জাব কিংসের ৷ ঈশান পোড়েল, আদিল রশিদ ও মার্করামের ৷
সংযুক্ত আরব আমিরশাহীতে 2020 আইপিএলে আট নম্বরে শেষ করেছিল রাজস্থান রয়্যালস ৷ আর ধামাকা দিয়ে শুরু করেও প্লে-অফে উঠতে পারেনি পঞ্জাব কিংস ৷ 6 নম্বরে শেষ করেছিল প্রীতি জিন্টার দল ৷ 2021 আইপিএলেও ঘরের মাঠে টুর্নামেন্টের প্রথম পর্বের শেষেও ভাল জায়গায় নেই দুই দল ৷ সাত ম্যাচে তিনটি জিতে ছ'নম্বরে থেকে মরু শহরে লড়াইয়ে নামছে রাজস্থান ৷ আর 8 ম্যাচ খেলে সাত নম্বরে থেকে মঙ্গলবার মাঠে নামছে পঞ্জাব ৷
গত আইপিএলে পারফরম্যান্স খারাপের জন্য নেতা বদল হয়েছে রাজস্থানের ৷ এবার সঞ্জু স্যামসনের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছে রয়্যালসবাহিনী ৷ নেতাবদল না-করলেও এবার দলের নাম পরিবর্তন করেছে প্রীতি জিন্টার দল ৷ কিংস ইলেভেন থেকে পঞ্জাব কিংস হয়েছে তাঁর দল ৷ টস জিতে পঞ্জাব কিংস ক্যাপ্টেন রাহুল বলেন, "ফ্রেস পিচ ৷ জানি না কেমন আচরণ করবে ৷ তাই রান তাড়া করার সিদ্ধান্ত নিলাম ৷ দুবাইে ফের ফিরে দারুণ লাগছে ৷ গত বছর এখানে খেলে অনেক কিছু শিখেছি ৷ তবে দুঃখের কথা ক্রিস গেইল খেলছে না ৷" পঞ্জাব কিংসের চার বিদেশি হলেন নিকোলাস পুরান, আদিয়েন মার্করাম, আদিল রশিদ ও ফ্যাবিয়েন অ্যালেন ৷