পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: প্রথম ম্যাচেই নাইটদের বড় রানের টার্গেট দিল পঞ্জাব কিংস

অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশে টসভাগ্য সঙ্গ দিল নাইটদের নয়া অধিনায়ক নীতীশ রানাকে ৷ মোহালিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি ৷ প্রথম ম্যাচেই নাইটদের বড় রানের টার্গেট দিল পঞ্জাব কিংস ৷

IPL 2023
অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশে টস জিতলেন নীতীশ

By

Published : Apr 1, 2023, 4:37 PM IST

Updated : Apr 1, 2023, 6:05 PM IST

মোহালি, 1 এপ্রিল: 16তম আইপিএলের প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের সামনে কলকাতা নাইট রাইডার্স ৷ মোহালিতে নাইটদের 192 রানের টার্গেট দিল পঞ্জাব কিংস ৷ টস জিতে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান নতুন নাইট অধিনায়ক নীতীশ রানা ৷ শুরু থেকেই নাইট বোলাদের পেটাতে থাকেন কিংস ব্যাটাররা ৷ কিংসদের পথ দেখান ক্যাপ্টেন শিখর ধাওয়ান ৷ তাঁর ওপেনিং পার্টানারও আক্রমণাত্মক শুরু করেন ৷ তবে মাত্র 12 বলে 2টি ছক্কা ও 2টি বাউন্ডারির সাহায্যে 23 রান করে টিম সাউদির বলে ডাগ-আউটে ফেরেন ৷

তবে দলকে এগিয়ে নিয়ে যান ক্যাপ্টেন ধাওয়ান ৷ 29 বলে হাফ-ডজন বাউন্ডারি-সহ 40 রান করেন তিনি ৷ পঞ্জাব কিংসের হয়ে সর্বাধিক 50 রান করেন ভানুকা রাজাপক্ষসে ৷ শেষ দিকে স্যাম কারানের ঝোড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে বড় রান তোলে প্রতি জিন্টার দল ৷ মাত্রা 5 উইকেট হারিয়ে 191 রান তোলে পঞ্জাব কিংস ৷ নাইটদের সেরা বোলার বরুণ চক্রবর্তী ৷ চার ওভারে মাত্র 26 রান দিয়ে একটি উইকেট নেন তিনি ৷ পঞ্জাব ব্যাটাররা এদিন সবচেয়ে বেশি নির্মম ছিলেন নাইটদের স্ট্রাইক বোলার টিম সাউদির উপর ৷ চার ওভারে 54 রান দিতে 2টি উইকেট নিন তিনি ৷

2018 থেকে নাইট সংসারের সদস্য তিনি ৷ তবে চোটে কাহিল শ্রেয়স আইয়রের পরিবর্তে পঞ্চম মরশুমে এসে গুরুদায়িত্ব বর্তেছে নীতীশ রানার কাঁধে ৷ অ্যাওয়ে ম্যাচ দিয়ে ষষ্ঠদশ সংস্করণে অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স ৷ আর অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশে টসভাগ্য সঙ্গ দিল নাইটদের নয়া অধিনায়ক নীতীশ রানাকে ৷ মোহালিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি ৷

রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন, দ্রে রাস এবং টিম সাউদি ৷ 2023 আইপিএলের প্রথম ম্য়াচে নাইটদের একাদশে এই চার বিদেশি ৷ টস জিতে রানা জানান, অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশে তিনি উত্তেজিত ৷ অন্যদিকে চার বিদেশি হিসেবে ভানুকা রাজাপক্ষে, সিকন্দর রাজা, ন্যাথন এলিস এবং সাম কারেনকে নিয়ে প্রথম ম্যাচে নামল পঞ্জাব কিংস ৷ প্রতিযোগিতায় ছন্দ ধরে রাখাই লক্ষ্য পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ানের ৷

আরও পড়ুন:ধোনিদের হারিয়ে চ্যাম্পিয়নের মতো সফর শুরু গুজরাতের

এদিকে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করল প্রীতি জিন্টার দল ৷ মাত্র 10 ওভারে 100 রানের গণ্ডি ছুঁয়ে ফেলল তাঁরা ৷ 12 বলে ঝোড়ো 23 রানের ইনিংস খেলে আউট হন ওপেনার প্রভসিমরণ সিং ৷ 11 ওভার শেষে ক্রিজে রয়েছেন আরেক ওপেনার তথা অধিনায়ক শিখর ধাওয়ান (34) ৷ একাদশ ওভারের শেষ বলে উমেশ যাদবের শিকার হলেন সিংহলী ব্যাটার ভানুকা রাজাপক্ষে ৷ 32 বলে 50 রানে আউট হলেন তিনি ৷ পঞ্জাবের রান 2 উইকেটে 109 ৷

Last Updated : Apr 1, 2023, 6:05 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details