পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Pat Cummins Fastest Fifty : চার-ছক্কার ঝড়, কোটিপতি লিগে দ্রুততম অর্ধ শতরান কামিন্সের

চলতি আইপিএলে এই নিয়ে তৃতীয় ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders in IPL) ৷

By

Published : Apr 7, 2022, 10:47 AM IST

Pat Cummins in ipl
আইপিএলের ইতিহাসে দ্রুত তম অর্ধ শতরান কামিন্সের

মুম্বই, 7 এপ্রিল: বুধবার আইপিএল এর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ 162 রান তাড়া করে 24 বল বাকি থাকতেই 5 উইকেটে কেকেআর এর এই জয়ের মূল কারিগর অবশ্যই প্যাট কামিন্স ৷ তাঁর বিধ্বংসী ব্যাটিংই এদিন মুম্বইয়ের জয়ের আশায় জল ঢেলে দেয় বলা যায় ৷ আইপিএলের ইতিহাসে এদিন দ্রুততম অর্ধ শতরান করেন কামিন্স (Pat Cummins Scores Fastest Fifty) ৷

চাপের মুখে এদিন মাত্র 14 বলে 50 রান হাঁকান তিনি ৷ এর আগে অবশ্য 2018 সালের আইপিএলে কেএল রাহুলও 14 বলে 50 রান করেছিলেন ৷ এতদিন সেটাই ছিল আইপিএলে দ্রুততম অর্ধশতরান ৷ এবার সেই তালিকায় ঢুকল কামিন্সের নামও ৷ এদিন প্যাট কামিন্সের মাত্র 15 বলে 56 রানের ইনিংস সাজানো ছিল 4টি বাউন্ডারি ও 6টি ওভার বাউন্ডারিতে ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার ৷ তাঁর 41 বলে 50 রানও মাত্র 16 ওভারেই কেকেআরকে জয়ের স্বাদ পাইয়ে দেয় ৷

আরও পড়ুন : প্যাট দিয়ে ছক্কে ! কেকেআর-এর জয়ে উচ্ছ্বসিত শাহরুখ জড়াতে চান কামিন্সকে

যদিও এদিন নাইটদের শুরুটা কিন্তু ভাল হয়নি ৷ 162 রান তাড়া করতে নেমে পঞ্চম ওভারেই 16 রান করে আউট হয়ে যান ওপেনার অজিঙ্ক রাহানে ৷ শ্রেয়স আইয়ারও এদিনের ম্যাচে দাগ কাটতে ব্যর্থ হন ৷ ষষ্ঠ ওভারে যখন তিনি আউট হয়ে প্যাভেলিয়নে ফিরছেন তখন কলকাতার রানসংখ্যা 2 উইকেটে 35 রান ৷ 12 বলে 17 রান করে ফিরে যান স্যাম বিলিংসও ৷ স্কোরবোর্ডে তখন কেকেআর এর রানসংখ্যা 10 ওভারে 3 উইকেটে 67 ৷ এরপর মাত্র 8 রান করে আউট হয়ে যান নীতীশ রানাও ৷ একসময় কেকেআর এর রান এসে দাঁড়ায় 14 ওভারে 4 উইকেট হারিয়ে 83 রান ৷ মাত্র 11 রান করে ফিরতে হয় আন্দ্রে রাসেলকেও ৷

এরপরেই ব্যাট করতে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন প্যাট কামিন্স ৷ তাঁর ঝোড়ে ব্যাটিংয়ের দৌলতেই এদিন ফের ম্যাচে ফেরে কেকেআর ৷ 16 ওভারেই 162 রান তাড়া জয় ছিনিয়ে নেয় কলকাতা ৷ চলতি আইপিএলে এটা কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় জয় ৷ আর এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে সবকটাতেই হারের মুখ দেখতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে ৷

ABOUT THE AUTHOR

...view details