পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারতের করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন কামিন্স, দান করলেন 50 হাজার ডলার

ভারতের করোনা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্যাট কামিন্স ৷ দান করলেন 50 হাজার ডলার ৷

By

Published : Apr 26, 2021, 3:58 PM IST

Updated : Apr 26, 2021, 5:11 PM IST

উদ্বিগ্ন কামিন্স
উদ্বিগ্ন কামিন্স

নয়াদিল্লি, 26 এপ্রিল : করোনা আক্রান্ত ভারতকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্সের পেসার প্যাট কামিন্স ৷ পিএম কেয়ার ফান্ডে 50 হাজার ডলার দান করলেন অজ়ি তারকা ৷

আজ টুইট করে নিজেই এই কথা জানিয়েছেন প্যাট কামিন্স ৷ টুইটে তিনি একটি ছবি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘ বছরের পর বছর ধরে ভারত এমন একটি দেশ যেখানে আমি বারবার আশা পছন্দ করি ৷ এখানের লোকেরা আমার দেখা সব থেকে বিনয়ী ও আন্তরিক ৷ এখানের বহু লোক আক্রান্ত দেখে আমি দুঃখিত ৷ করোনা সংক্রমণ যখন দেশে সর্বোচ্চ, তখন এই পরিস্থিতিতে আইপিএল নিয়ে একাধিক আলোচনা হয়েছে ৷ আমি ভারত সরকারকে উপদেশ দেব, এই লকডাউনের সময় আইপিএল সাধারণ মানুষকে কয়েক ঘণ্টার বিনোদন দিতে পারে ৷’’

তিনি আরও লেখেন, ‘‘ ক্রিকেটার হিসেবে আমরা ভাগ্যবান এমন একটি প্ল্যাটফর্ম পেয়েছি, ফলে লাখ লাখ লোকের কাছে পৌঁছাতে পেরেছি ৷ যেটা আমরা ভালোর জন্য ব্যবহার করতে পারি ৷ এই কথা মাথায় রেখে আমি পিএম কেয়ার ফান্ডে কিছু অনুদান করেছি, যাতে করে ভারতীয় হাসপাতালগুলি অক্সিজেন কিনতে পারে ৷ আমি আইপিএলের আমার সহ খেলোয়াড়দেরও অনুদান দেওয়ার জন্য অনুপ্রাণিত করব ৷ আমি 50 হাজার ডলার দিয়ে এর শুরু করলাম ৷’’

আরও পড়ুন : সৌরভের মতো ক্ষমতা থাকলে কোভিড মোকাবিলায় বড় অঙ্কের টাকা দিতাম : বিন্দ্রা

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন প্যাট কামিন্স ৷ এখনও পর্যন্ত 5টি ম্যাচে খেলেছেন তিনি ৷ তুলে নিয়েছেন 4টি উইকেট ৷ ব্যাট হাতেও করেছেন 82 রান ৷

Last Updated : Apr 26, 2021, 5:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details