আমেদাবাদ, 31 মার্চ:সব বাধা কাটিয়ে আইপিএল ফিরল পুরনো ছন্দে। চেনা মেজাজের আইপিএল লিগে বলিউডি বিনোদনের ছোঁয়া থাকবে না, তাও আবার হয় নাকি ! যদিও গতকাল আমদাবাদে বৃষ্টি হলেও আজ সকাল থেকেই আকাশ ছিল পরিষ্কার। আজ বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা হয়তো কাটল গায়ক ও নায়িকাদের নাচে ৷ বিসিসিআইয়ের তরফে আগেই জানানো হয়েছিল যে, আইপিএল 2023-এর উদ্বোধনী ম্যাচে পারফর্ম করবেন রশ্মিকা মান্দানা, তামান্না ভাটিয়া ও অরিজিৎ সিং।
সেই মতো ঠিক সন্ধ্যা 6টার পরপরই শুরু হয় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতেই মঞ্চ মাতাতে ওঠেন মেলোডি কিং অরিজিৎ সিং। ঝুমে জো পাঠানের সুরে গলা মেলায় দর্শকভর্তি গ্যালারি। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে অরিজিৎ-এর গানের তালে মাথা নাড়াতে দেখা যায় 'ক্যাপ্টেন কুল' মহেন্দ্র সিং ধোনিকে ৷
প্রকৃতি সদয় হওয়ায় যথারীতি উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় যথা সময়ে। ম্যাচের টসও হয়ে গিয়েছে ৷ টসে জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাতের হার্দিক সিদ্ধান্ত নেন বোলিংয়ের ৷ তাই ফিল্ডিং করবেন ধোনিব্রিগেড ৷ শুধু সাজানো মঞ্চেই নয়, বরং স্টেডিয়ামে সারা মাঠ ঘুরে গান গাইলেন অরিজিৎ সিং। ভারতের জাতীয় পতাকা ও দশটি আইপিএল দলের পতাকা নিয়ে স্বেচ্ছ্বাসেবীরা ঘুরলেন বাঙালি গায়কের পিছনে। আধ ঘণ্টার পর শেষ হয় অরিজিৎ-এর অনুষ্ঠান।