মোহালি, 14 এপ্রিল: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ ওভারে 5টা ছয় খেয়েছিলেন যশ দয়াল ৷ ফল রিঙ্কু সিংয়ের মারা ওই 5 ছক্কায় জেতা ম্যাচ হারতে হয়েছিল গুজরাত টাইটান্সকে ৷ সতীর্থরা এবং অধিনায়ক পাশে থাকলেও, ফ্র্যাঞ্চাইজি তাঁকে পরের ম্যাচে প্রথম একাদশ তো দূর, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেও দলে রাখেনি ৷ তবে, এই পরিস্থিতিতে তাঁকে কেউ সহানুভূতি দেখাবে না বলে জানিয়েছেন যশের সতীর্থ তথা পঞ্জাব কিংসের বিরুদ্ধে উইনিং শট মারা রাহুল তেওয়াটিয়া ৷
তাঁর স্পষ্ট কথা, দলের যশ দয়ালকে সবাই সমর্থন করে ৷ কিন্তু, আগের ম্যাচে যা ঘটেছে তাঁর জন্য কেউ ওর প্রতি সহানুভূতি দেখাচ্ছে না ৷ কারণ, এর থেকে খারাপ কিছুই হতে পারে না ৷ এরপর নিজেকে ফের মেলে ধরা যেতে পারে বলে মনে করেন রাহুল ৷ তিনি জানিয়েছেন, ওই ম্যাচের পর তিনি যশ দয়ালের সঙ্গে কথা বলেছিলেন ৷ একজন স্পোর্টস পার্সন হিসেবে তিনি যশকে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন ৷ সেখানে কোনও সহানুভূতি ছিল না ৷ পাশাপাশি, গুজরাতের প্রথম সিজনে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যশ দয়ালের অবদান কখনই অস্বীকার করা যাবে না বলেও জানান রাহুল ৷