কলকাতা, 27 মার্চ: কলকাতা নাইট রাইডার্সের স্ট্যান্ডবাই অধিনায়ক করা হল নীতীশ রানাকে (Nitish Rana Would Captain KKR) ৷ শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে বাঁ-হাতি এই ব্যাটিং অলরাউন্ডার আইপিএল এর শুরুতে কেকেআর-কে নেতত্ব দেবেন ৷ এদিন কেকেআর-এর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে ৷ শ্রেয়স পিঠের চোটের কারণে এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন ৷ নাইট শিবিরের তরফে বিবৃতিতে এও বলা হয়েছে, শ্রেয়স (Shreyas Iyer) সিজনের মাঝে সুস্থ হয়ে ফিরে এলে, তিনিই অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব নেবেন ৷
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ফিল্ডিং করার সময় পিঠে চোট পান শ্রেয়স ৷ এমনকী বোলিং করতে গিয়েও তিনি পড়ে যান ৷ এই পরিস্থিতিতে তাঁর পিঠের চোট গুরুতর পর্যায়ে পৌঁছয় ৷ এমনকী ওই টেস্টে ব্যাটিং পর্যন্ত করতে পারেননি তিনি ৷ পরে দেখা যায় শ্রেয়সের পিঠের চোট বেশ গুরুতর ৷ টিম ম্যানেজমেন্ট তাঁকে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠিয়ে দেয় ৷ সেখানেই রিহ্যাবে রয়েছেন কেকেআর অধিনায়ক ৷ তাঁকে টুর্নামেন্টের শুরুতে পাবে না নাইট রাইডার্স ৷ এদিন তাঁর বদলে স্ট্যান্ডবাই হিসেবে নীতীশ রানাকে অধিনায়ক করেছে ফ্র্যাঞ্চাইজি ৷