পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Nitish on KKR Captaincy: দাদার অধিনায়কত্বের অনুরাগী, তবে নীতীশ চান নিজ দক্ষতায় সাফল্য কুড়োতে - Nitish Rana on KKR Captaincy

নিজের নেতৃত্বের ধরন আসন্ন আইপিএল-এর মঞ্চে মেলে ধরতে চান নীতীশ রানা (Nitish Rana on Sourav Captaincy) ৷ কেকেআর এর অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই জানালেন তিনি ৷ সেই সঙ্গে জানালেন, দলের সকলের সঙ্গে আলোচনা করেই দলকে নেতৃত্ব দেবেন ৷

Nitish Rana on Sourav Captaincy ETV BHARAT
অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই প্রাক্তনকে ব্যঙ্গ নীতিশের

By

Published : Mar 28, 2023, 8:57 PM IST

Updated : Mar 28, 2023, 10:45 PM IST

নিজের নেতৃত্বের স্কিল দেখাতে মরিয়া নীতীশ

কলকাতা, 28 মার্চ: দলে অভিজ্ঞতার কোনও অভাব নেই ৷ দেশ-বিদেশের ক্রিকেটারদের অভিজ্ঞতার মেলবন্ধন তাঁর অধিনায়কত্বে কাজে লাগাতে চান ৷ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়া নীতীশ রানার ৷ প্রাক্তন ভারত এবং নাইট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জাতীয় দলকে যে কায়দেয় নেতৃত্ব দিয়েছিলেন, নীতীশ তার বড় অনুরাগী ৷ পার্পল ব্রিগেডের অধিনায়ক হিসেবে প্রথম সাংবাদিক সম্মেলনে দিল্লি ক্রিকেটারটি জানান, "তিনি কখনও খেলেননি বটে ৷ তবে দাদা তার নেতৃত্বশৈলী দিয়ে ভারতীয় ক্রিকেটকে কতটা উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, তা সকলেরই জানা ৷ তাই সকলের অধিনায়কত্ব থেকেই কিছু না কিছু শেখার রয়েছে ৷"

তবে নয়া হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের পাশে বসে নয়া নাইট অধিনায়ক জানালেন, নিজের নেতৃত্বের ধরন আসন্ন আইপিএল-এর মঞ্চে মেলে ধরতে চান তিনি (Nitish Rana Wants to Match Leadership Style in IPL) ৷ অর্থাৎ, নিজ দক্ষতায় সাফল্যের কড়ি কুড়োতে বদ্ধপরিকর নীতীশ ৷ দিল্লি ক্রিকেটার আরও জানান, গৌতম গম্ভীর, কোহলি-সহ একাধিক অধিনায়কের অধীনে খেলেছেন তিনি ৷ মাঠে তাঁর নেতৃত্বের ধরন কয়েকদিন পরেই দেখতে পারবেন সকলে ৷ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেতৃত্বের ব্যাটন প্রথমবার পেলেও ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব আগেও দিয়েছেন ৷ তাই বাড়তি চাপ নেই নীতীশের ৷

অন্যদিকে, নতুন ভূমিকায় নীতীশ রানাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মত বলে জানিয়েছেন নাইট কোচ ৷ নীতীশের মতই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন দায়িত্বে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ৷ গতবার মধ্যপ্রদেশকে রঞ্জি চ্যাম্পিয়ন করলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচের হটসিটে বসার অভিজ্ঞতা প্রথমবার ৷ নতুন ভূমিকা, নতুন চ্যালেঞ্জ ৷ এ নিয়ে চন্দ্রকান্ত পণ্ডিত জানাচ্ছেন, নতুন চ্যালেঞ্জ নিতে উপভোগ করেন ৷ তাই দায়িত্ব সামলাতেও তৈরি ৷ যেভাবে দলের প্রস্তুতি হয়েছে তাতে খুশি তিনি ৷ ভালো কিছুর আশা করা যেতেই পারে ৷

আরও পড়ুন:ফ্যানদের জন্য ‘নাইট ক্লাব’, ফাটাফাটি ঘোষণা করল কেকেআর

অনুশীলনে বড় বড় ছক্কা মারছেন আন্দ্রে রাসেল ৷ ক্যারিবিয়ান অলরাউন্ডারের ফর্ম নিঃসন্দেহে খুশি করেছ টিম ম্যানেজমেন্টকে ৷ ব্যাটিংয়ের সময় তাঁকে কথা বলতেও দেখা গিয়েছে কোচকে ৷ দলের মারকুটে ব্যাটারকে তাই সামলে রাখার ভাবনা স্বাভাবিক ৷ নাইট কোচের কথায়, প্রতিটি ক্রিকেটারের সঙ্গে কথা বলা তাঁর কাজ ৷ সেটাই তিনি করছেন ৷

রিকি পন্টিং সম্প্রতি বলেছেন, ইমপ্যাক্ট ক্রিকেটারের ব্যবহার অলরাউন্ডারের প্রয়োজনীয়তা কমাবে ৷ দিল্লি ক্যাপিট্যালসের কোচের এই দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পূর্ণ সহমত নন চন্দ্রকান্ত পণ্ডিত ৷ এই বিষয়ে ভিন্ন ভাবনা হতেই পারে ৷ ইমপ্যাক্ট ক্রিকেটারের ভূমিকা হবে যে কোনও ম্যাচে প্রভাব ফেলবে ৷ এই ক্রিকেটারকে বাছার কাজটাও অধিনায়কের সঙ্গে কথা বলে করাটাও জরুরি বলে মনে করেন চন্দ্রকান্ত পণ্ডিত ৷ প্রথম ম্যাচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে 1 এপ্রিল অ্যাওয়ে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে নাইটরা ৷ দলে বড় নাম সেভাবে নেই ৷ অধিনায়ক শ্রেয়স আইয়ার চোট পেয়ে ছিটকে গিয়েছেন ৷ শাকিব এবং লিটন প্রায় 10 দিন পরে যোগ দেবেন ৷ সব মিলিয়ে প্রতিকূলতা থাকলেও ভালো কিছুর লক্ষ্যে আত্মবিশ্বাসী নাইট ম্যানেজমেন্ট ৷

Last Updated : Mar 28, 2023, 10:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details