কলকাতা, 28 মার্চ: দলে অভিজ্ঞতার কোনও অভাব নেই ৷ দেশ-বিদেশের ক্রিকেটারদের অভিজ্ঞতার মেলবন্ধন তাঁর অধিনায়কত্বে কাজে লাগাতে চান ৷ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়া নীতীশ রানার ৷ প্রাক্তন ভারত এবং নাইট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জাতীয় দলকে যে কায়দেয় নেতৃত্ব দিয়েছিলেন, নীতীশ তার বড় অনুরাগী ৷ পার্পল ব্রিগেডের অধিনায়ক হিসেবে প্রথম সাংবাদিক সম্মেলনে দিল্লি ক্রিকেটারটি জানান, "তিনি কখনও খেলেননি বটে ৷ তবে দাদা তার নেতৃত্বশৈলী দিয়ে ভারতীয় ক্রিকেটকে কতটা উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, তা সকলেরই জানা ৷ তাই সকলের অধিনায়কত্ব থেকেই কিছু না কিছু শেখার রয়েছে ৷"
তবে নয়া হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের পাশে বসে নয়া নাইট অধিনায়ক জানালেন, নিজের নেতৃত্বের ধরন আসন্ন আইপিএল-এর মঞ্চে মেলে ধরতে চান তিনি (Nitish Rana Wants to Match Leadership Style in IPL) ৷ অর্থাৎ, নিজ দক্ষতায় সাফল্যের কড়ি কুড়োতে বদ্ধপরিকর নীতীশ ৷ দিল্লি ক্রিকেটার আরও জানান, গৌতম গম্ভীর, কোহলি-সহ একাধিক অধিনায়কের অধীনে খেলেছেন তিনি ৷ মাঠে তাঁর নেতৃত্বের ধরন কয়েকদিন পরেই দেখতে পারবেন সকলে ৷ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেতৃত্বের ব্যাটন প্রথমবার পেলেও ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব আগেও দিয়েছেন ৷ তাই বাড়তি চাপ নেই নীতীশের ৷
অন্যদিকে, নতুন ভূমিকায় নীতীশ রানাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মত বলে জানিয়েছেন নাইট কোচ ৷ নীতীশের মতই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন দায়িত্বে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ৷ গতবার মধ্যপ্রদেশকে রঞ্জি চ্যাম্পিয়ন করলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচের হটসিটে বসার অভিজ্ঞতা প্রথমবার ৷ নতুন ভূমিকা, নতুন চ্যালেঞ্জ ৷ এ নিয়ে চন্দ্রকান্ত পণ্ডিত জানাচ্ছেন, নতুন চ্যালেঞ্জ নিতে উপভোগ করেন ৷ তাই দায়িত্ব সামলাতেও তৈরি ৷ যেভাবে দলের প্রস্তুতি হয়েছে তাতে খুশি তিনি ৷ ভালো কিছুর আশা করা যেতেই পারে ৷