পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে ভয় পেয়েছিলেন, জানালেন টিম সেইফার্ট - কলকাতা নাইট রাইডার্স

করোনা আক্রান্ত হওয়া খবর শুনে ভয় পেয়ে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের বিদেশি ক্রিকেটার টিম সেইফার্ট ৷ একা থাকার ভয় তাঁকে ঘিরে ধরেছিল বলে জানিয়েছেন কিউই ব্যাটসম্যান ৷

New Zealand cricketer Tim Seiferts world stopped for a moment and heart sank when he tested positive for COVID-19
করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে ভয় পেয়েছিলেন, জানালেন টিম সেইফার্ট

By

Published : May 25, 2021, 9:02 PM IST

নয়াদিল্লি, 25 মে : আইপিএল খেলতে এসে করোনা আক্রান্ত হওয়ার পর, অবশেষে সুস্থ হয়ে দেশে ফিরেছেন নিউজিল্যান্ড ক্রিকেটার টিম সেইফার্ট ৷ তবে, করোনা আক্রান্ত হওয়ার পর, তিনি ভীষণ রকমের ভয় পেয়েছিলেন ৷ নিউজিল্যান্ডের এক সংবাদমাধ্যমে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন টিম সেইফার্ট ৷

ওই সাক্ষাৎকারে সেইফার্ট বলেন, ‘‘আমাকে একপাশে নিয়ে যাওয়া হয় এবং বলা হয়, আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ এক মুহূর্তের জন্য আমার হৃদস্পদন স্তব্ধ হয়ে গেছিল ৷ বিশেষ করে যখন সবাই একে একে চলে গেল’’ ৷ সেইফার্ট ওই সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, সেই সময় তিনি একমাত্র বিদেশি ক্রিকেটার ছিলেন, যিনি টুর্নামেন্ট বাতিল হয়ে যাওয়ার পরেও তাঁকে থেকে যেতে হয়েছিল’’ ৷

আরও পড়ুন : খেলাটাকে উপভোগ করছি, অবসরের ভাবনা নেই : রস টেলর

তিনি এও জানিয়েছেন, পরবর্তী সময়ে ভারতে কোনও টুর্নামেন্ট খেলতে আসার সময়, তাঁর এই অভিজ্ঞতার কথা মনে পড়বে ৷ এমন কি আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসার সময়ও তাঁর মধ্যে এই ভয় কাজ করবে বলে জানিয়েছেন সেইফার্ট ৷ তবে, আইপিএল চলাকালীন যে বায়ো-বাবল জোন করা হয়েছিল, সেখানে কখনই নিজেদের অসুরক্ষিত বলে তাঁর মনে হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details