নয়াদিল্লি, 25 মে : আইপিএল খেলতে এসে করোনা আক্রান্ত হওয়ার পর, অবশেষে সুস্থ হয়ে দেশে ফিরেছেন নিউজিল্যান্ড ক্রিকেটার টিম সেইফার্ট ৷ তবে, করোনা আক্রান্ত হওয়ার পর, তিনি ভীষণ রকমের ভয় পেয়েছিলেন ৷ নিউজিল্যান্ডের এক সংবাদমাধ্যমে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন টিম সেইফার্ট ৷
ওই সাক্ষাৎকারে সেইফার্ট বলেন, ‘‘আমাকে একপাশে নিয়ে যাওয়া হয় এবং বলা হয়, আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ এক মুহূর্তের জন্য আমার হৃদস্পদন স্তব্ধ হয়ে গেছিল ৷ বিশেষ করে যখন সবাই একে একে চলে গেল’’ ৷ সেইফার্ট ওই সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, সেই সময় তিনি একমাত্র বিদেশি ক্রিকেটার ছিলেন, যিনি টুর্নামেন্ট বাতিল হয়ে যাওয়ার পরেও তাঁকে থেকে যেতে হয়েছিল’’ ৷