শারজা, 5 অক্টোবর : প্লে-অফের যাওয়ার লড়াইয়ে শেষ চেষ্টা মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের ৷ শারজায় রোহিত শর্মা ও সঞ্জু স্য়ামসনের লড়াই ৷ হারলেই 2021 আইপিএল থেকে কার্যত বিদায় ৷ এই অবস্থায় টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত মুম্বই অধিনায়ক রোহিতের ৷ চতুর্দশ আইপিএলে প্লে-অফে পৌঁছে গিয়েছে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ চতুর্থ দল হিসেবে প্লে-অফে ওঠার লড়াইয়ে রয়েছে চার দল ৷ এদের মধ্যে মঙ্গলবার লড়াইয়ে নামল মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস ৷
12 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্স ৷ ফলে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংসের সঙ্গে প্লে-অফের লড়াইয়ে রয়েছেন স্যামসন-রোহিতরা ৷ এদিন হারলে চতুর্দশ আইপিএল থেকে ছিটকে যাবে মুম্বই ৷ কারণ, শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রাজস্থান ৷ যে দল জিতবে তারা 14 পয়েন্ট নিয়ে প্লে অফে চলে যাবে ৷ তবে আজ মুম্বই জিতলে লিগের শেষ ম্যাচ জিতে প্লে-অফে ওঠার হাতছানি থাকবে ৷ সুতরাং আজকে রাজস্থান ও মুম্বইয়ের লড়াই দুই দলের কাছেই মরণবাঁচনের ৷ শুধু জিতলেই হবে না, কলকাতার থেকে রান-রেটে পিছিয়ে থাকায় জিততে হবে বড় ব্যবধানে ৷
চলতি আইপিএলে ঘরের মাঠের মতো মরু শহরেও শুরুটা ভাল হয়নি পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে পাঁচ ম্যাচের মধ্যে এখনও পর্যন্ত একটি জিতেছে রোহিত অ্যান্ড কোং ৷ আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালের সঙ্গে হেরে প্লে-অফে ওঠার রাস্তা কঠিন করেছেন গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ৷ আর শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি হেরেছে রাজস্থান ৷