পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

SRH vs MI: টস জিতে ব্যাটিং রোহিতদের, দীর্ঘায়িত হল নাইটদের প্লে-অফ যাত্রা - SRH vs MI

নাইটদের প্লে-অফ যাত্রা আটকাতে প্রথমে ব্যাট করে মুম্বইকে জিততে হবে 171 বা তার বেশি রানে ৷ আর রোহিতরা রান তাড়া করলেই নাইটদের প্লে-অফ যাত্রায় সিলমোহর পড়ে যেত ৷

Kolkata Knight Riders
টস জিতে ব্যাটিং রোহিতদের, দীর্ঘায়িত হল নাইটদের প্লে-অফ যাত্রা

By

Published : Oct 8, 2021, 7:18 PM IST

Updated : Oct 8, 2021, 7:48 PM IST

আবু ধাবি, 8 অক্টোবর: প্লে-অফের যোগ্যতা অর্জন করতে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সের সামনে জটিল অঙ্কের সমীকরণ ৷ অন্যদিকে নাইটদের প্লে-অফের যোগ্যতা অর্জন স্রেফ সময়ের অপেক্ষা ৷ কারণ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুক্রবার রোহিতরা রান তাড়া করলেই নাইটদের প্লে-অফ যাত্রায় সিলমোহর ৷ আর প্রথমে ব্যাট করলে মুম্বইকে জিততে হবে 171 বা তার বেশি রানে, যা কার্যত অসম্ভব পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য ৷ সেক্ষেত্রে সানরাইজার্স বনাম মুম্বই ম্যাচের টসের জন্য অধীর আগ্রহ ছিল নাইটদের ৷

এক্ষেত্রে দীর্ঘায়িত হল পার্পল ব্রিগেডের প্লে-অফ যাত্রার অপেক্ষা ৷ কারণ, আবু ধাবির আবু শেখ জায়েদ স্টেডিয়ামে সানরাইজার্সের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা ৷ অর্থাৎ, প্রথমে ব্যাট করে জটিল অঙ্কের সমীকরণ সমাধান করে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা থাকছে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে ৷ কিন্তু আইপিএলের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্সের সবচেয়ে বড় জয় 146 রানে ৷ সেক্ষেত্রে নিশ্চিন্তে থাকতেই পারেন নাইট সমর্থকেরা ৷

সবমিলিয়ে 2018 পর এই প্রথমবার প্লে-অফে যোগ্যতা অর্জন ব্যর্থ হওয়ার অদূরে দাঁড়িয়ে 'আমচি মুম্বই' ৷ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে রোহিত শর্মা এদিন তাদের প্লে-অফের জটিল সমীকরণকে 'ভয়ঙ্কর' বলে আখ্যা দেন ৷ তবে দলের ছেলেদের ম্যাচ উপভোগের পরামর্শ দেন অধিনায়ক ৷ মরুশহরে ব্যাটিং ব্যর্থতাই তাঁদের ডুবিয়েছে বলে জানান রোহিত ৷ এদিন জোড়া পরিবর্তন নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ সৌরভ তিওয়ারি এবং জয়ন্ত যাদবের পরিবর্তে দলে এলেন ক্রুণাল পান্ডিয়া এবং পীষূষ চাওলা ৷

অন্য়দিকে কনুইয়ের চোটের কারণে শেষ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ পরিবর্তে অরেঞ্জ ব্রিগেডকে নেতৃত্ব দিচ্ছেন মনীশ পান্ডে ৷ চোটের কারণে নেই ভুবনেশ্বর কুমারও ৷

Last Updated : Oct 8, 2021, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details