পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: গ্রিনের সেঞ্চুরিতে প্লে-অফের আশা জিইয়ে রাখল পলটনরা, ফর্মে ফিরলেন রোহিতও - ক্যামরন গ্রিন

আরসিবি-র হার আর আইপিএল 2023 এর প্লে-অফে মুম্বই ইন্ডিয়ান্সের কোয়ালিফিকেশন চূড়ান্ত ! হ্যাঁ, সানরাইজার্স হায়দরাবাদকে 8 উইকেটে মাত দেওয়ার পর, আর কোনও পরিসংখ্যান নয় ৷ এবার সরাসরি হার জিতের উপর নির্ভর করছে আইপিএল সিজন-16’র প্লে-অফের চতুর্থ দল কে হবে ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

By

Published : May 21, 2023, 7:39 PM IST

Updated : May 21, 2023, 9:01 PM IST

মুম্বই, 21 মে: ক্যামরন গ্রিনের প্রথম আইপিএল সেঞ্চুরিতে 2 ওভার বাকি থাকতে সানরাইজার্স হায়দরাবাদকে 8 উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স ৷ সেই সঙ্গে প্লে-অফের দৌড়ে নিজেদের আশা বাঁচিয়ে রাখল পলটনরা ৷ চিন্নাস্বামীতে আরসিবি, জিটি-র বিরুদ্ধে হারলে মুম্বইয়ের শেষ চারে যাওয়া নিশ্চিত ৷ আর রবিবার বিকেলের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের সঙ্গে রাজস্থান রয়্যালসের আইপিএল-16’র যাত্রা এখানেই শেষ হয়ে গেল ৷ এ দিন ক্যামরন গ্রিন 47 বলে 100 রানে অপরাজিত থাকেন ৷ অধিনায়ক রোহিত শর্মা 37 বলে 56 রান করেছেন ৷ ক্যামরন গ্রিন ম্যাচের সেরা ৷

নেট রানরেট বাড়ানোর চক্করে যে রোহিত শর্মা বা মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট নেই, তা টসের সময়ই স্পষ্ট করে দিয়েছিলেন রোহিত শর্মা ৷ জানিয়েছিলেন, ভালোভাবে ম্যাচ জিততে চান তাঁরা ৷ আর সেটাই করলে দেখাল এমআই পলটনরা ৷ মাত্র 2 উইকেট 18 ওভারে জয়ের নির্ধারিত 201 রান তুলে নিয়েছে তারা ৷ আর সেখানে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন ক্যামরন গ্রিন ৷ আইপিএল কেরিয়ারের প্রথম বছরেই সেঞ্চুরি করলেন তিনি ৷ তাও লিগের শেষ ম্যাচে ৷ 47 বলে 100 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ম্যাচ জেতালেন ৷

তবে, ক্যামরন গ্রিনের সেঞ্চুরিতে মুম্বই ম্যাচের জয়ের পর, প্লে-অফসে কোয়ালিফাই করবে কিনা, তা নির্ভর করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স ম্যাচের ফলাফলের উপর ৷ আরসিবি জিতলে এমআই-এর যাত্রা এখানেই শেষ ৷ আর আরসিবি হারলে এমআই চিপকে এলএসজি-র বিরুদ্ধে এলিমিনেটর খেলবে ৷

আজ টস জিতে রোহিত শর্মা বোলিং করার সিদ্ধান্ত নেন ৷ ময়ঙ্ক আগরওয়াল (83) এবং আইপিএল-এ অভিষেক ম্যাচ খেলা বিভ্রান্ত শর্মা (69) হিটম্যানের সিদ্ধান্তে প্রশ্ন তুলে দিয়েছিলেন ৷ কিন্তু, রোহিত নিজেই নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন ৷ আজ 37 বলে 56 রানের ইনিংস খেলেছেন তিনি ৷ যা ফের একবার তাঁর ফর্মে ফেরার ইঙ্গিত দিল ৷ 8টি বাউন্ডারি এবং 1টি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি ৷

আরও পড়ুন:হার-জিত ও অংকের জটিল সমীকরণে আটকে প্লে-অফস এর চতুর্থ দলের ভাগ্য

অন্যদিকে, ক্যামেরন গ্রিন তাঁর ডেবিউ ইয়ারেই সেঞ্চুরি করলেন ৷ 8টি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মেরেছেন তিনি ৷ রোহিত আউট হওয়ার পর সূর্যকুমার যাদব 16 বলে 25 রানে অপরাজিত থাকেন ৷ তবে, সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা আজ দ্বিতীয় ইনিংসে ওয়াংখেড়ের পিচে কিছুই বিশেষ করতে পারেননি ৷ অন্তত তাদের পেসাররা পিচের বাউন্সকে কাজে লাগাতেও ব্যর্থ ৷ অনেকদিন পর শেষ ম্যাচে বল করতে নেমে 3 ওভারে 41 রান দিয়েছেন উমরান মালিক ৷ একমাত্র ঠিকঠাক বোলিং করেছেন ভুবনেশ্বর কুমার ৷ তিনি 4 ওভারে 26 রান দিয়ে ঈশান কিষাণ (14)-এর উইকেট নিয়েছেন ৷

Last Updated : May 21, 2023, 9:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details