মুম্বই, 16 এপ্রিল: আরব সাগরের জলে গেল ভেঙ্কটেশ আইয়ারের প্রথম আইপিএল সেঞ্চুরি ৷ ব্যাটারদের সম্মিলিত প্রয়াসে নাইটদের হেলায় হারিয়ে চলতি আইপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ 185 রান তাড়া করতে নেমে 14 বল বাকি থাকতেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নিল পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷ কেকেআর'কে 5 উইকেটে হারিয়ে প্রতিযোগিতায় ফিরে এল রোহিত শর্মা অ্যান্ড কোং ৷ সেইসঙ্গে পরপর দু'ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে কলকাতা নাইট রাইডার্স ৷ কিং খানের স্বপ্নের মায়ানগরীতে তাঁর দলকে নাস্তানাবুদ করে ছাড়লেন ঈশান কিষাণরা (25 বলে 58 রান) ৷ সেইসঙ্গে নিজের পুরনো দলের বিরুদ্ধেই হারিয়ে যাওয়া ফর্ম ফিরে পেলেন ‘সূর্য দ্য স্কাই’ (25 বলে 43 রান) ৷
কলকাতা নাইট রাইডার্সের 185 রানের জবাবে শুরু থেকেই আক্রমণে যান ঈশান কিষাণ ৷ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নামা রোহিত (13 বলে 20 রান) সঙ্গে প্রথম উইকেটে 65 রানের পার্টনারশিপ করেন ঈশান ৷ তিনি মুম্বইয়ের 87 রানের মাথায় ফিরে গেলেও, কলকাতার থেকে তখন প্রায় অর্ধেক ম্যাচ নিজেদের দিকে করে দিয়েছিলেন পলটন ব্রিগেডের উইকেট-কিপার ব্যাটার ৷ সেখান থেকে সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা (25 বলে 30 রান) মুম্বইয়ের ইনিংস টেনে নিয়ে যান ৷ এরপর টিম ডেভিড বাকি কাজটা শেষ করেন ৷