মুম্বই, 10 মে: লক্ষ্যমাত্রাটা যথেষ্ঠ কঠিন । কিন্তু, টি-20 ম্যাচের মসিহার ব্যাট চললে কোনও লক্ষ্য ছোঁয়াই অসম্ভব নয় । মঙ্গলবারের ওয়াংখেড়েতে সেটাই চাক্ষুষ করলেন ক্রিকেটপ্রেমিরা । সূর্যকুমার যাদবের ব্যাটে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দেওয়া 200 রানের টার্গেট হাসতে হাসতে তুলে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স । 6 উইকেটে ম্যাচ জিতল পল্টনরা ।
অ্যাওয়ে ম্যাচে প্রথমে ব্যাট করে 199 রান তুলেছিল আরসিবি । সৌজন্যে, ডু প্লেসির অধিনায়োকচিত 35 ও গ্লেন ম্যাক্সওয়েলের 68 রানের ইনিংস । রান তাড়া করতে নেমে ঈষাণ কিষাণ দুরন্ত শুরু করলেও ব্যক্তিগত 7 রানের মাথায় ক্রিজ ছাড়েন রোহিত শর্মা । চলতি আইপিএলে এখনও কথা বলেনি সফলতম অধিনায়কের ব্যাট । বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে যা চাপে রাখবে জাতীয় দলের নেতাকে । যদিও রোহিত ডাগ-আউটে ফিরলেও ফার্স্ট-ডাউন নামা সূর্যকুমারের ব্যাটেই জয়ের কাছাকাছি পৌঁছে যায় পল্টনরা ।
মাত্র 35 বলে 83 রানের ইনিংস গড়েন স্কাই । সূর্যকুমারের এদিনের ইনিংস সাজানো 6টি ছয় ও 7টি চারে । কেএল রাহুলের পরিবর্তে ভারতীয় দলের শিকে ছিঁড়েছে কিষাণের ভাগ্যে । 21 বলে 42 রানের ইনিংসে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেন ঝাড়খণ্ডি ব্যাটার । দুই ব্যাটার শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকতে না-পারলেও বাকি কাজটা সারেন নেহাল ওয়াধেরা । তরুণ ব্যাটারের অর্ধশতরানে 21 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় 'মেন ইন ব্লু' ।