চেন্নাই, 6 এপ্রিল : আবারও আইপিএলে করোনার থাবা ৷ এবার কোভিড-19-র আরটি পিসিআর রিপোর্ট পজ়িটিভ এল মুম্বই ইন্ডিয়ান্সের উইকেট কিপিং কনসালটেন্ট কিরণ মোরের ৷ তাঁর শরীরে করোনার কোনও লক্ষণ নেই ৷ তবে, তাঁকে বিসিসিআই-র করোনা নিয়মবিধি মেনে আইসোলেশনে রাখা হয়েছে ৷ আজ মুম্বই ইন্ডিয়ান্সের তরফে এ কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ মুম্বই ফ্র্যাঞ্চাইজ়ির অফিসিয়াল টুইটারেও এ নিয়ে একটি বার্তা পোস্ট করা হয়েছে ৷ সেই সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের অনুরাগীদের সুস্থতা কামনা করেও একটি টুইট করা হয়েছে ৷
মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজ়ির তরফে জানানো হয়েছে, তাঁদের কোচিং দলের সদস্য তথা উইকেট কিপিং কনসালটেন্ট কিরণ মোরে করোনা আক্রান্ত হয়েছেন ৷ তাঁর সম্প্রতি করা আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ সেখানে বলা হয়েছে, ‘‘মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য এবং উইকেট কিপিং কনসালটেন্ট কিরণ মোরের কোভিড-19 পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ এই মুহূর্তে ওনার মধ্যে করোনার কোনও লক্ষণ নেই এবং তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে ৷ মুম্বই ইন্ডিয়ান্স এবং কিরণ মোরে বিসিসিআই-র স্বাস্থ্যবিধি মেনে চলছে ৷’’