আবুধাবি, 8 অক্টোবর: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে রোহিত শর্মা এদিন তাদের প্লে-অফের জটিল সমীকরণকে 'ভয়ঙ্কর' বলে আখ্যা দিয়েছিলেন ৷ তবে বিনা যুদ্ধে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নাইটদের জমি ছাড়বে না সেটা বুঝতে খুব বড় ক্রিকেটবোদ্ধা হওয়ার প্রয়োজন ছিল না ৷ বাস্তবে হলও ঠিক তাই ৷ ইশান কিষান এবং সূর্যকুমার যাদবের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সের ধুন্ধুমার ব্যাটিংয়ে ধুকপুকানি বাড়ল নাইটদের ৷ আবু ধাবিতে লিগের শেষ ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে 235 রান তুলল পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷ যা আইপিএলের ইতিহাসে তাদের সর্বোচ্চ স্কোর ৷
অর্থাৎ, নাইট রাইডার্সকে টপকে প্লে-অফে জায়গা করে নিতে 'লাস্ট বয়' সানরাইজার্সকে 64 বা তার কম রানের মধ্যে বেঁধে রাখতে হবে মুম্বইকে ৷ যা মুশকিল হলেও একেবারে অসম্ভব নয় ৷ এদিন টস করতে এসে রোহিত জানান, মরুশহরে ব্যাটিং ব্যর্থতাই ডুবিয়েছে তার দলকে ৷ তবে খাদের কিনারায় দাঁড়িয়ে এদিন দলের ব্যাটিংই যতটা সম্ভব লড়াইয়ের রসদ জুগিয়ে গেল তাঁর দলকে ৷ সৌজন্যে ইশান কিষানের অতিমানবিক ব্যাটিং ৷ চলতি আইপিএলের দ্রুততম অর্ধশতরান হাঁকিয়ে মুম্বইকে চালকের আসনে বসিয়ে দেন তিনি ৷ মাত্র 16 বলে অর্ধশতরান করে নিশ্চিত শতরানের দিকে এগোচ্ছিলেন ইশান ৷