দুবাই, 29 সেপ্টেম্বর : কিছুদিন আগেই বিশেষ পরামর্শ হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাবা সচিন তেন্ডুলকর ৷ তবে টুর্নামেন্টে কোনও ম্যাচ খেলার আগেই বাড়ি ফিরতে হচ্ছে পুত্র অর্জুন তেন্ডুলকরকে ৷ চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের এই তরুণ অল-রাউন্ডার ৷
বুধবার সোশ্যাল মিডিয়া এক বিবৃতি দিয়ে অর্জুনের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্স। বিবৃতিতে বলা হয়েছে, "আইপিএল-এর বাকি ম্যাচগুলির জন্য চোট পাওয়া অর্জুন তেন্ডুলকরের পরিবর্তে সিমরজিৎ সিংকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।" বিবৃতিতে আরও বলা হয়, আইপিএলের গাইডলাইন মেনে কোয়ারেন্টাইন কাটিয়ে এই ডানহাতি পেসার প্র্যাকটিসে যোগ দেবেন ৷ তবে অর্জুনের চোট প্রসঙ্গে বিস্তারিতভাবে কিছু জানায়নি মুম্বই ফ্র্যাঞ্চাইজি ৷ অর্জুনের পরিবর্ত হিসেবে দিল্লির পেসার সিমরজিৎ সিং-কে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ এখনও পর্যন্ত দিল্লির হয়ে 10টি প্রথমশ্রেণি, 19টি লিস্ট-এ এবং 15টি টি-20 ম্যাচ খেলেছেন সিমরজিৎ।