পশ্চিমবঙ্গ

west bengal

Arjun Tendulkar : আইপিএল থেকে ছিটকে গেলেন সচিন-পুত্র অর্জুন

By

Published : Sep 29, 2021, 10:53 PM IST

চলতি আইপিএলে ভাল জায়গায় নেই পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ৷ এখনও পর্যন্ত 11 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে রোহিত অ্যান্ড কোং ৷ মরু শহরে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে হারের হ্যাটট্রিকের পর মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ে ফিরেছে নীতা আম্বানির দল ৷

Arjun Tendulkar
আইপিএল থেকে ছিটকে গেলেন সচিন-পুত্র অর্জুন

দুবাই, 29 সেপ্টেম্বর : কিছুদিন আগেই বিশেষ পরামর্শ হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাবা সচিন তেন্ডুলকর ৷ তবে টুর্নামেন্টে কোনও ম্যাচ খেলার আগেই বাড়ি ফিরতে হচ্ছে পুত্র অর্জুন তেন্ডুলকরকে ৷ চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের এই তরুণ অল-রাউন্ডার ৷

বুধবার সোশ্যাল মিডিয়া এক বিবৃতি দিয়ে অর্জুনের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্স। বিবৃতিতে বলা হয়েছে, "আইপিএল-এর বাকি ম্যাচগুলির জন্য চোট পাওয়া অর্জুন তেন্ডুলকরের পরিবর্তে সিমরজিৎ সিংকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।" বিবৃতিতে আরও বলা হয়, আইপিএলের গাইডলাইন মেনে কোয়ারেন্টাইন কাটিয়ে এই ডানহাতি পেসার প্র্যাকটিসে যোগ দেবেন ৷ তবে অর্জুনের চোট প্রসঙ্গে বিস্তারিতভাবে কিছু জানায়নি মুম্বই ফ্র্যাঞ্চাইজি ৷ অর্জুনের পরিবর্ত হিসেবে দিল্লির পেসার সিমরজিৎ সিং-কে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ এখনও পর্যন্ত দিল্লির হয়ে 10টি প্রথমশ্রেণি, 19টি লিস্ট-এ এবং 15টি টি-20 ম্যাচ খেলেছেন সিমরজিৎ।

গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের নেট বোলার হিসেবে মরু শহরে পাড়ি দিয়েছিলেন অর্জুন। চলতি বছরে নিলামে সচিন-পুত্রকে 20 লক্ষ টাকায় কেনে নীতা আম্বানির দল ৷ নিলামে দল পেলেও এখনও আইপিএল অভিষেক হয়নি জুনিয়র তেন্ডুলকরের ৷ কয়েকদিন আগেই বাবা সচিনের সঙ্গে আবুধাবির সৈকতে ছুটি কাটাতে দেখা গিয়েছিল অর্জুনকে।

আরও পড়ুন :পরের দু'টি বিশ্বকাপে রোহিতকে নেতা চান গাভাস্কর

চলতি আইপিএলে ভাল জায়গায় নেই পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ৷ এখনও পর্যন্ত 11 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে রোহিত অ্যান্ড কোং ৷ মরু শহরে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে হারের হ্যাটট্রিকের পর মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷

ABOUT THE AUTHOR

...view details