পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Arjun Tendulkar: অর্জুনের গতি বাড়ানোর কাজ চলছে, জানালেন বন্ড

অর্জুনের বোলিং পেস নিয়ে এবার কথা বললেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ শেন বন্ড ৷ জানালেন, সচিন-পুত্রেপ বলের গতি বাড়ানোর জন্য কাজ করছে কোচিং টিম ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

By

Published : Apr 26, 2023, 4:53 PM IST

আমেদাবাদ, 26 এপ্রিল: সম্প্রতি আইপিএলে অভিষেক করেছেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর ৷ অলরাউন্ডার হলেও মূলত স্লো-মিডিয়াম পেস বোলার তিনি ৷ অর্জুনের বলের গতি গড়ে 130 কিলোমিটার/প্রতি ঘণ্টা ৷ এমনকি তাঁর বোলিং অ্যাকশন ও রান-আপেও একাধিক গলদ পেয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ এবার অর্জুনের বোলিংয়ের খামতিগুলো পূরণের চেষ্টা হচ্ছে বলে জানালেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ শেন বন্ড ৷ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ হারের পর সাংবাদিক বৈঠকে প্রাক্তন কিউয়ি পেসার জানালেন, তাঁরা অর্জুনের বলের গতি বাড়ানোর কাজ করছেন ৷

দিনকয়েক আগে পঞ্জাব কিংসের বিরুদ্ধে 4 ওভারে 48 রান দিয়েছিলেন অর্জুন তেন্ডুলকর ৷ যেখানে শেষ ওভারে অর্জুন দিয়েছিলেন 31 রান ৷ তারপর গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে 2 ওভারের স্পেলে দারুণভাবে কামব্যাক করেছেন তিনি ৷ মাত্র 9 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন জুনিয়র তেন্ডুলকর ৷ কিন্তু, স্লগ ওভারে অর্জুনের বাকি দু'ওভার পূরণ করাননি অধিনায়ক রোহিত ৷ পঞ্জাব ম্যাচের পরিস্থিতি বিচার করেই হয়তো টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছিল ৷ পেস না-থাকায় স্লগ ওভারে বোলিং ভ্যারিয়েশনের খামতির অভাবেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে ৷

আর সেই নিয়েই সাংবাদিক বৈঠকে শেন বন্ডকে প্রশ্ন করা হয় ৷ তিনি জানিয়েছেন, শেষ ম্যাচে তাঁর সঙ্গে যা হয়েছিল, সেই তুলনায় অর্জুন ভালো বোলিং করেছেন ৷ বিশাল সংখ্যক দর্শকের সামনে মাঠে নামা আরও কঠিন কাজ ৷ এরপরেই বন্ড জানান, তিনি এবং দলের ফিজিওরা অর্জুনের বলে পেস বাড়ানোর চেষ্টা করছেন ৷ আপাতত অর্জুনকে তাঁর ক্ষমতা অনুযায়ী ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন শেন বন্ড ৷

আরও পড়ুন:টানা 4 ম্যাচে হারের ধাক্কা ভুলে আরসিবি-র বিরুদ্ধে জয়ের খোঁজে নাইটরা

উল্লেখ্য, মঙ্গলবারের ম্যাচে অর্জুন তেন্ডুলকর দু'ওভারের স্পেলে ভালো বোলিং করলেও, মুম্বইয়ের বাকি বোলিং অ্যাটাক পুরোপুরি ব্যর্থ হয়েছেন ৷ ক্যামরন গ্রিন, বেহরেনড্রফ শেষ 3 ওভারে 57 রান দেন ৷ টাইটান্সের বিরুদ্ধে 55 রানে হারতে হয় মুম্বই ইন্ডিয়ান্সকে ৷

ABOUT THE AUTHOR

...view details