পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

MI win : 'রয়্যালস বধ' করে নাইটদের চাপ বাড়াল মুম্বই - মুম্বই ইন্ডিয়ান্স

রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে-অফে ভেসে রইল রোহিত অ্যান্ড কোং ৷ সেই সঙ্গে চাপ বাড়ল নাইটদের ৷ শুক্রবার শেষ ম্যাচে লিগ তালিকায় 'লাস্ট বয়' সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে মাঠে নামবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ৷ আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লিগে তাদের শেষ ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স ৷

Rohit Sharma
'রয়্যালস বধ' করে নাইটদের চাপ বাড়াল মুম্বই

By

Published : Oct 5, 2021, 10:21 PM IST

Updated : Oct 5, 2021, 10:48 PM IST

শারজা, 5 অক্টোবর : এভাবেই ফিরে আসা যায় ! এক সময় এই শব্দ বন্ধনী ব্যবহার হত প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ৷ তবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের জন্য উপযুক্ত শব্দগুচ্ছ হল, এ ভাবেই বারে বারে ফিরে আসে মুম্বই ৷ মঙ্গলবার শারজায় লিগে তাদের 13 তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে উড়িয়ে দিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল রোহিত অ্যান্ড কোং ৷ সেই সঙ্গে কিং খানের দলের উপর চাপ বাড়ল নীতা আম্বানির দল ৷ এদিন 'রয়্যালস বধ' করে 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পাঁচ নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স ৷ অর্থাৎ নাইটদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আমচি মুম্বই ৷

91 রান তাড়া করে 8.2 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স ৷ এর ফলে নেট রান-রেট অনেকটাই বাড়িয়ে নিল রোহিত-পোলার্ডরা ৷ সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে কলকাতার পরেই রয়েছে মুম্বই ৷ নাইটদের থেকে রান-রেটের ব্যবধানও খুব বেশি নয়৷ এদিন রাজস্থানকে বড় ব্যবধানে হারানোয় ম্যাচের পর মুম্বই ইন্ডিয়ান্সের নেট রান-রেট দাঁড়িয়েছে -0.048 ৷ আর কেকেআর-এর নেট রান-রেট +0.294 ৷ এই ম্যাচের আগে মুম্বইয়ের নেট রান-রেট ছিল -0.453 ৷

'ডু অর ডাই' ম্যাচ এত সহজে জিতবে তা স্বপ্নেও ভাবেনি মুম্বই ইন্ডিয়ান্স ৷ দুরন্ত বোলিং ও হার্ড-হিটিং ব্যাটিংয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল গতবারের চ্যাম্পিয়নরা ৷ রান তাড়া করতে নেমে মুম্বইকে সহজেই লক্ষ্যে পৌঁছে দেন ঈশান কিষান ৷ মাত্র 25 বলে তিনটি ছয় ও পাঁচটি বাউন্ডারির সাহায্যে 50 রানে অপরাজিত থাকেন বাঁ-হাতি ওপেনার ৷ 5 রানে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া ৷ ঈশানের সঙ্গে ইনিংস শুরু করে 13 বলে দুটি ছয় ও একটি চার-সহ 22 রান করে চেতন সাকারিয়ার বলে আউট হন ক্যাপ্টেন রোহিত ৷

আরও পড়ুন :ধোনিদের হারিয়ে লিগ তালিকায় শীর্ষে পন্থের দিল্লি

এর আগে প্রথম ব্যাটিং করে মুম্বই বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন রয়্যালস ব্যাটাররা ৷ ইনিংসের মাত্র চার ব্যাটার দু'অঙ্কের রানে পৌঁছন ৷ সর্বোচ্চ 24 রান করেন চেন্নাইয়ের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করা এভিন লুইস ৷ রয়্যালস ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ডেভিড মিলারের 15 রান ৷ ক্যাপ্টেন সঞ্জু মাত্র 3 রান করেন ৷ মুম্বইয়ের তিন পেসারের সামনে কোনও প্রতিরোধ গড়ে তুললে পারেননি রাজস্থান ব্যাটাররা ৷ কুল্টার-নাইল 4 ওভারে মাত্র 14 রান দিয়ে চার উইকেট নেন ৷ চার ওভারে 12 রান খরচ করে তিনটি উইকেট তুলে নেন জিমি নিশাম ৷ দুটি উইকেট নেন জসপ্রীত বুমরা ৷ চার ওভারে তিনি 14 রান তিনি ৷ ম্যাচের সেরা কুল্টার-নাইল ৷

Last Updated : Oct 5, 2021, 10:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details