হায়দরাবাদ, 19 এপ্রিল: একসময় ব্যাট হাতে একাধিক ম্যাচ জিতিয়েছেন সচিন তেন্ডুলকর । এদিনও হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে পল্টনদের জয়ের অন্যতম কাণ্ডারি মাস্টার ব্লাস্টারের উত্তরসূরী, অর্জুন তেন্ডুলকর । জুনিয়র এদিন যখন শেষ ওভারে বল করতে আসছেন, জয়ের জন্য হায়দরাবাদের 6 বলে চাই 20 রান । সেখান থেকে একাধিক ওয়াইড ইয়র্কারে অর্জুন খরচ করলেন 5 রান । তুলে নিলেন দুটি উইকেট । তেন্ডুলকরের দাপটে 14 রানে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স ।
মুম্বই ইন্ডিয়ান্সের দেওয়া 193 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিন শুরুতেই ফিরে যান হ্যারি ব্রুক । দুরন্ত ফর্মে থাকা হায়দরাবাদ ওপেনারকে ডাগ-আউটে ফেরত পাঠান জেসন বেহের্নডর্ফ । ব্রুকের এদিনের ব্যক্তিগত সংগ্রহ 7 বলে 9 রান । বড় রান করতে পারেননি রাহুল ত্রিপাঠীও । ব্যক্তিগত 7 রানের মাথায় তাঁকে ফেরার রাস্তা দেখান সেই বেহের্নডর্ফই ।
আরও পড়ুন: গ্রিনের ঝোড়ো ব্যাটে হায়দরাবাদকে বড়সড় টার্গেট মুম্বইয়ের