মুম্বই, 7 মে : টানা আট ম্যাচ হার ৷ চলতি আইপিএলে লজ্জাজনক শুরু করে ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মারা ৷ তারপরেই জয়ে ফিরেছে আইপিএলের সফলতম দল ৷ রাজস্থানকে হারানোর পর এদিন ফের শেষ ওভারের থ্রিলারে ‘গুজরাত বধ’ করেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians beat Gujarat Titans) ৷
ব্র্যাবোর্ন স্টেডিয়ামে এদিন শুধু চলতি আইপিএলের টেবিল টপারদের সঙ্গেই নয়, প্রাক্তন ‘ঘরের ছেলে’র দলের বিরুদ্ধে লড়াই ছিল নীতা অম্বানির দলের ৷ টসে জিতে রোহিতদের ব্যাট করতে পাঠান গুজরাতের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ৷ ঈশান-রোহিতের দাপটে 177 রানে শেষ হয় মুম্বইয়ের ইনিংস ৷
রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিলেন গুজরাতের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা-শুভমন গিল ৷ বুমরার 9 বলে মোট 25 রান করেন খুনে মেজাজে থাকা দেশের অন্যতম সেরা কিপার ৷ প্রথম উইকেটে 106 রানের পার্টনারশিপ গড়ার পর ব্যক্তিগত 55 রানের মাথায় ডাগ-আউটে ফেরেন শুভমন ৷ মুরুগন অশ্বিনের ওই ওভারে ক্রিজ ছাড়েন ঋদ্ধিও ৷ 14 বলে 24 রান করে ফেরেন হার্দিক ৷
অধিনায়ককে ফেরালেও ক্রিজে ছিলেন ডেভিড মিলার-রাহুল তেওয়াটিয়া ৷ ফলে চলতি আইপিএলে রোহিতদের খেলা দেখার পর অতি বড় মুম্বই সমর্থকও ভাবেননি জিতে মাঠ ছাড়বেন সূর্যকুমার-ডেভিডরা ৷ 19তম ওভারে বুমরার বলে মোট 11 রান তোলে ইন্দো-প্রোটিয়া জুটি ৷ একে ‘কিলার’ মিলার, রান তাড়া করতে নেমে বরাবরই ছন্দে রাহুল তেওয়াটিয়াও ৷ ফলে শেষ ওভারে বল করতে আসা ড্যানিয়েল সামস 9 রান আটকাতে পারবেন না ৷ এই ভেবেই কার্যত 2 পয়েন্টের স্বস্তি দেখা যাচ্ছিল গুজরাত শিবিরকে ৷ এরপরেই ছন্দপতন, অসাধারণ বৈচিত্রে মাত্র 3 রান খরচ করেন অজি বোলার ৷ রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারে 6 মেরে জয় নিশ্চিত করেছিলেন সামস ৷ এদিন ফের জয়ের নায়ক তিনিই ৷
আরও পড়ুন : রোহিতের জন্মদিনে জয়ের সরণিতে ফিরল মুম্বই
প্রথমে ব্যাট করতে নেমে 9 ম্যাচ পরে ছন্দে ফিরেছে মুম্বইয়ের ওপেনিং জুটি ৷ মাত্র 7 ওভারে 74 রানের পার্টনারশিপ গড়েন ঈশান-রোহিত ৷ 29 বলে 45 রান করেন 15 কোটির ঝাড়খণ্ডি ব্যাটার ৷ 28 বলের 43 রানের ঝোড়ো ইনিংস খেলেন রোহিতও ৷ শেষে টিম ডেভিডের মাত্র 21 বলে 44 রানের ইনিংসের সৌজন্যে 177 রানে পৌঁছয় মুম্বইয়ের স্কোর ৷