মুম্বই, 22 এপ্রিল: চলতি আইপিএলে টানা সাত ম্যাচে হারের মুখ দেখল রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স (CSK beats MI) ৷ সাত ম্যাচে সাতটিতেই হার, লজ্জার হারের নয়া নজির গড়ল নীতা আম্বানির দল ৷ বৃহস্পতিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুম্বইয়ের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ প্রায় জেতা ম্যাচ এদিন মুম্বইয়ের হাত থেকে ছিনিয়ে নেন মাহি ৷ শেষ ওভারে তাঁর দুটি চার ও একটি ছয়ে এদিন চেন্নাইকে জয় এনে দেয় ধোনি ৷ শেষ বলে চার মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মাহি ৷ সেই সঙ্গে কোনও আইপিএল মরশুমে শুরুতে টানা সাত ম্যাচ হারের লজ্জার রেকর্ড গড়ল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ৷
এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে সাত উইকেট হারিয়ে 155 রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স ৷ মুম্বইয়ের হয়ে এদিন সর্বোচ্চ 43 বলে 51 রান করে অপরাজিত থাকেন তিলক ভর্মা ৷ 21 বলে 32 রান করেন সূর্যকুমার যাদব ৷ ঋত্বিক শকিন করেন 25 বলে 25 রান ৷ চেন্নাইয়ের হয়ে 19 রানে 3 উইকেট নেন মুকেশ চৌধুরি ৷ ডোয়েন ব্র্যাভো নেন 36 রানে 2 উইকেট ৷