মুম্বই, 1 জুন: গত সোমবার আইপিএলের ফাইনাল ম্যাচে খেলেছেন ৷ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে পঞ্চমবার জিতেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেতাব ৷ সেই সাফল্যের রেশ কাটার আগেই হাসপাতালে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ বৃহস্পতিবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল এবং মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে তাঁর হাঁটুর একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হল ।
জানা গিয়েছে যে ধোনিকে বুধবার সন্ধ্যায় বাণিজ্যনগরীর ওই হাসপাতালে ভরতি করানো হয় ৷ স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ড. দিনশ পারদিওয়ালা অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন ৷ এই চিকিৎসকই ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থেরও অস্ত্রোপচার করেছেন ৷
বৃহস্পতিবার ধোনির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ধোনির হাঁটুর অস্ত্রোপচার সফল হয়েছে ৷ সিএসকে-র এই উইকেটরক্ষক-ব্যাটারকে 2-3 দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে ৷ তার পর পুরোপুরি ফিট হতে তাঁর আরও কিছুটা সময় লাগবে ৷ এই সময়ের মধ্যে ড. পারদিওয়ালার তত্ত্বাবধানে থাকবেন ৷