আবুধাবি, 24 অগস্ট : সেপ্টেম্বরেই শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচগুলি ৷ ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে অনুশীলন শুরু করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ৷ অনুশীলনে গিয়ে এক অন্য অভিজ্ঞতার সম্মুখীন হতে হল তাঁকে ৷ অনুশীলন চলাকালীন প্রতিটি বলেই ছয় মারেন তিনি ৷ পরে সেই বল হারিয়ে যায় ৷ বল খুজতে নিজেই হাত লাগান তিনি ৷
তবে বল খুঁজতে গিয়ে দেখা যায় মাঠের বেড়া টপকে সাইড স্ক্রিনের পিছনে ঢুকছেন তিনি ৷ তবে তিনি একা নন, তাঁর সঙ্গে কয়েকজন সতীর্থও ছিলেন ৷ সম্প্রতি টুইটারে চেন্নাই সুপার কিংস একটি ভিডিয়ো পোস্ট করে ৷ তার ক্যাপশনে লিখেছে, "ধোনি সিক্সেস আওয়ার লাভ ফর থালা ৷ আউট অফ বাউন্স ৷" মুহূর্তে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় ৷