কলকাতা, 20 মে:লখনউ সুপার জায়ান্টাসের খেলা দেখতে এসে ইডেনে সাময়িকভাবে প্রত্যাখ্যাত মোহনবাগান সুপার জায়ান্টাসের সদস্য-সমর্থকরা । শনিবার প্রায় 70 জন সবুজ-মেরুন সমর্থক মোহনবাগান ক্লাব গেট থেকে মিছিল করে ইডেনের 13 এবং 9 নম্বর গেটে উপস্থিত হয়েছিলেন । তাঁদের গায়ে ছিল মোহনবাগানের জার্সি এবং গলায় সবুজ মেরুন স্কার্ফ । সঙ্গে মাইকিং করার উপকরণও ছিল । প্রথমে মোহনবাগানের লোগো সম্বলিত জার্সি পরে ও পোস্টার নিয়ে সমর্থকদের ঢুকতে দিতে রাজি হয়নি পুলিশ । হ্যান্ডমাইক নিয়েও ভিতরে যাওয়া যাবে না বলে জানায় পুলিশ ৷ পরে বিষয়টি আলোচনার পরে সমাধান হয় ।
তবে এদিন প্ল্যাকার্ড, হ্যান্ড মাইক বাইরে রেখেই মোহনবাগান সনর্থকরা মাঠে প্রবেশ করেন । কলকাতায় নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে এসে লখনউ সুপার জায়ান্টস মোহনবাগান সমর্থকদের কাছে সমর্থনের আবেদন করে । মোহনবাগান ফুটবল দল এবং লখনউ দুটি দলেরই মালিকানা সঞ্জীব গোয়েঙ্কার অধীনে । তাই এই আবেদন আইপিএল এবং আইএসএলকে এক সুতোয় বেঁধে ফেলার কৌশল নেওয়া হয়েছিল । সমর্থকদের প্রবেশের সময় সাময়িক বিপত্তি ছাড়া সবুজ-মেরুন সমর্থকরা নির্বিঘ্নে মাঠে ঢুকেছেন এদিন । মেরিনার্স গ্রুপের সদস্যরা সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানিয়ে প্রায় হাজার খানেক কার্ড নিয়ে এসেছিলেন । যা বিলি করা হয়েছে এদিন ।