মুম্বই, 22 মে : আইপিএল 2022 (IPL 2022) মরশুমে লিগে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস (Mumbai Indians vs Delhi Capitals) ৷ শেষ ম্যাচ জিতে শেষ করতে চেয়েছিল পয়েন্টস টেবিলে সবার নিচে থাকা পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ৷ কিন্তু, তার থেকেও বেশি করে মুম্বইয়ের জয় প্রার্থনা করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটাররা ৷ কারণ, মুম্বইয়ের জয় অর্থাৎ, দিল্লির পার্টি খারাপ হওয়া ৷ আর সেই সঙ্গে আইপিএল প্লে অফে শেষ চারে আরসিবি’র জায়গা পাকা হয়ে যাওয়া (RCB Qualify for Playoffs) ৷ আর হলও ঠিক তাই ৷
শনিবার আইপিএল 15’র শেষ ম্যাচে দিল্লিকে 5 উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন রোহিত শর্মারা (MI Beat DC by 5 Wickets) ৷ এ বার শুরুটা ভাল না করলেও, শেষটা ভাল করতে চেয়েছিল পল্টনরা ৷ জসপ্রীত বুমরা, ঈশান কিষান, ডেওয়াল্ড ব্রেভিস, টিম ডেভিডরা সেটাই করে দেখালেন ৷ তাঁদের বোলিং ও ব্যাটিং দাপটে 5 বল বাকি থাকতে শেষ ম্যাচ জিতে টুর্নামেন্টকে বিদায় জানাল মুম্বই ইন্ডিয়ান্স ৷
এ দিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত ৷ বল হাতে শুরু থেকেই দাপট দেখান মুম্বইয়ের বোলাররা ৷ ফর্মে থাকা ডেভিড ওয়ার্নারকে মাত্র 5 রানে প্যাভিলিয়নে ফেরান ড্যানিয়েল স্যামস ৷ চতুর্থ ওভারে ফর্মে থাকা আরেক অজি মিচেস মার্শকেও শূন্য রানে আউট করেন বুমরা ৷ স্লিপে অসাধারণ ক্যাচ নেন রোহিত ৷ টাইফয়েড থেকে সুস্থ হয়ে কামব্যাক করা পৃথ্বী শ ঋষভ পন্থের সঙ্গে কিছুটা প্রতিরোধ তৈরি করেন ৷ কিন্তু, পাওয়ার প্লে’র শেষ ওভারে বুমরার বাউন্সার সামলাতে ব্যর্থ হন তিনি ৷ গ্লাভসে বল লেগে ঈশান কিষাণের হাতে তাঁর ক্যাচ জমা পড়ে ৷