আমেদাবাদ, 9 এপ্রিল: ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে কলকাতার নাইটরা ৷ আর গুজরাতে গিয়ে সেখানকার জনপ্রিয় স্ট্রিট ফুড না-চেখে দেখলে হয় ! তাই নাইট ক্লাবের ফুড ভ্লগ ‘নাইট বাইট’ পৌঁছে গিয়েছিল আমেদাবাদের বিখ্যাত মানিকচক স্ট্রিট ফুডের সফরে ৷ আর এই সফরের সঙ্গী ছিলেন, কলকাতার নাইট ভেঙ্কটেশ আইয়ার ৷ ছোলে টিকিয়া, চিজ চাটনি স্যান্ডউইচ, পানি পুরি (ফুচকা), ঘোটালা দোসার মত নানান খাবার চেখে দেখলেন তিনি ৷
গত 28 মার্চ নাইট ক্লাব অ্যাপ চালু করেছিল কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি ৷ যেখানে নাইট রাইডার্সের ইনসাইডারের সব খবর পাবেন অনুরাগীরা ৷ এমনকী তারা সরাসরি সেই নাইট ক্লাবের সদস্য হতে পারবেন ৷ সেই নাইট ক্লাবে এবার যোগ হল, ফুড ভ্লগ ‘নাইট বাইট’ ৷ আমেদাবাদে যার প্রথম পর্বে যোগ দিলেন ভেঙ্কটেশ আইয়ার ৷ আমেদাবাদের বিখ্যাত মানিকচকে ঢুঁ মারল ‘নাইট ক্লাব’-এর ক্যামেরা ৷ প্রথমেই চিজ চাটনি স্যান্ডউইচ দিয়ে ভোজন পর্ব শুরু করেন নাইট অলরাউন্ডার ৷