কলকাতা, 18 মে: ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শনিবার সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের মঞ্চে দুই শহরের ক্রিকেট যুদ্ধে চমক এটাই। আগামী পরশুর ম্যাচে মোহনবাগানকে বিশেষ সম্মান জানিয়েই সবুজ-মেরুন জার্সি পরে নামছেন ক্রুনাল পান্ডিয়ারা । বৃহস্পতিবার অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া এবং নিকোলাস পুরানকে পাশে নিয়ে একথা জানিয়ে দিলেন লখনউ সুপার জায়ান্টসের শীর্ষকর্তা শাশ্বত গোয়েঙ্কা। শনিবারের ম্যাচের জার্সিও সামনে এল ত্রয়ীর হাত ধরে। এ বিষয়ে শাশ্বত গোয়েঙ্কা জানিয়েছেন, মোহনবাগানের ঐতিহ্য কলকাতা শহরের ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত । সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে মোহনবাগান সমর্থকদের ইডেনে এসে সমর্থনের অনুরোধ করা হয়েছে।
সাধারণভাবে কেকেআরের ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে আর উৎসাহ না-থাকলেও শনিবার এই জার্সি নিয়ে উদ্দীপনা দেখা যেতে পারে ইডেনে । নীল জার্সির জায়গায় সবুজ-মেরুন জার্সি পরে নামবেন তাঁরা। তবে সেই জার্সিই কী সামনের মরশুমে পরে নামবেন প্রীতম কোটালরা? সেটা এখনও জানা যায়নি । তবে প্রতিবছর কলকাতায় খেলতে এসে লখনউ সুপার জায়ান্টস যে সবুজ-মেরুন জার্সি পরতে পারেন তার ইঙ্গিত শাশ্বত গোয়েঙ্কা দিয়ে রাখলেন । অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া জানিয়েছেন মোহনবাগানের ঐতিহ্য সম্পর্কে তিনি অবহিত । মোহনবাগান যে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে সেটাও জানা রয়েছে । তিনিও মোহনবাগান সমর্থকদের মাঠে এসে সমর্থনের আবেদন জানিয়েছেন ।