কলকাতা, 19 মে:শনিবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম কলকাতার লড়াই ! লখনউ সুপার জায়ান্ট অন্তত সেটাই চাইছে ৷ তারা মোহনবাগান সমর্থকদের নিজেদের দিকে চাইছে ৷ কারণ, ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কার শহর কলকাতা ৷ আর সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির ফুটবল ক্লাব মোহনবাগান ৷ এমনকি ওইদিন মাঠে সবুজ-মেরুন জার্সি পরে নামবেন ক্রুণাল পান্ডিয়ারা ৷ তাই এলএসজি অধিনায়কের বিশ্বাস মোহনবাগান সমর্থকরা তাঁদের সমর্থন করবেন ৷
লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর 7 বছর কেকেআর-এর হয়ে ইডেন কাঁপিয়ে গিয়েছেন ৷ কলকাতাকে 2টি আইপিএল জিতিয়েছেন জিজি ৷ নিজের জাদু বলে কলকাতাকে গম্ভীর নিজের করেছিলেন ৷ কিন্তু, সেই জাদু কী লখনউ ফ্র্যাঞ্চাইজির হয়ে দেখাতে পারবেন গম্ভীর ? তার উত্তর পাওয়া যাবে আগামিকাল ৷ ক্রুণাল পান্ডিয়া আজ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘‘ডাগ আউটে গৌতম গম্ভীরের উপস্থিতি বাড়তি অ্যাডভান্টেজ ৷ কারণ, গৌতম গম্ভীর থাকায় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয় ৷ কেকেআর-কে আইপিএল জেতানোর অভিজ্ঞতা আছে ৷ ফ্র্যাঞ্চাইজি লিগে 10 বছরের বেশি খেলার অভিজ্ঞতা রয়েছে গম্ভীরের ৷’’