পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: ক্লোজ ম্যাচ হেরে টপ-অর্ডার ও ভাগ্যকে দুষলেন রাহুল

পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের জন্য টপ-অর্ডারকে দায়ী করলেন কেএল রাহুল ৷ সেই সঙ্গে ভাগ্যকেও দুষলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023

By

Published : Apr 16, 2023, 3:03 PM IST

লখনউ, 16 এপ্রিল: নিজেদের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারেনি তাঁর দল ৷ পঞ্জাব কিংসের বিরুদ্ধে শনিবার রাতে হারের পর এমনটাই জানালেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক কেএল রাহুল ৷ জানালেন, প্রথমে ব্যাট করে অন্ততপক্ষে 10 রান কম তুলেছিলেন তাঁরা ৷ শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে 3 বলে বাকি থাকতে 2 উইকেটে ম্যাচ হেরেছে লখনউ সুপার জায়ান্টস ৷ পঞ্জাব টস জিতে লখনউকে প্রথমে ব্যাট করতে পাঠায় ৷ প্রথম ইনিংসে 20 ওভারে 8 উইকেট হারিয়ে এলএসজি 159 রান তোলেন ৷ একমাত্র অধিনায়ক কেএল রাহুল রান (56 বলে 74) পেয়েছেন ৷

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ক্লোজ ম্যাচ হেরে লখনউ সুপার জায়ান্টস দলনায়ক ম্যাচ শেষে বলেন, ‘‘আমি মনে করি শেষের দিকে আমরা অন্তত 10 রান কম করেছি ৷ আর দ্বিতীয় ইনিংসে শিশির পড়ায় ব্যাটারদের (পঞ্জাব কিংস) কাজটা কিছুটা সহজ হয়ে যায় ৷’’ তবে, দলের টপ-অর্ডার ব্যাটিং নিয়ে যে তিনি খুশি নন, তা স্পষ্ট করে দিয়েছেন কেএল ৷ ম্যাচ শেষে লখনউ অধিনায়ক জানান, যদি এক-দু’জন ব্যাটার ভালো ইনিংস খেলতেন তাহলে লখনউ 180-190 রান সহজে তুলতে পারত ৷

তবে, ম্যাচ হারের পিছনে এদিন ভাগ্যের দোহাই দিতেও শোনা গেল কেএল রাহুলকে ৷ তিনি বলেন, ‘‘দুর্ভাগ্যবশত কয়েকটা ভালো শট বাউন্ডারি লাইনে ক্যাচ হয়ে গিয়েছে ৷ কিন্তু, অন্য দিনগুলিতে আমরা এই অতিরিক্ত 10-15 রান সহজে করে ফেলি ৷ যা পরের দিকে আমাদের সুবিধা করে দেয় ৷’’ তবে, রবি বিষ্ণোইকে 16 নম্বর ওভারে বোলিংয়ে আনা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ লখনউ সুপার জায়েন্টসের অন্যতম সফল স্পিনারদের মধ্যে একজন রবি বিষ্ণোই ৷ যিনি শেষ 5 ওভারে বল করতে এসেও 2 উইকেট তুলেছেন ৷ যাঁদের মধ্যে রয়েছেন হাফ সেঞ্চুরি করা সিকন্দর রাজা (57) এবং পঞ্জাব কিংসের গত ম্যাচের অধিনায়ক স্যাম কারেন ৷

আরও পড়ুন:অধিনায়কত্ব নিয়ে বেশি মাথা ঘামান না কেএল, মত জন্টির

বিষ্ণোইকে 16 নম্বর ওভারে আনার পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলেছে মাঠে উপস্থিত ধারাভাষ্যকাররা ৷ তাঁদের কথায়, মাত্র 159 রান ডিফেন্ড করতে নেমে, দলের স্ট্রাইক বোলারকে শেষের দিকে নিয়ে আসার কোনও যুক্তি থাকতে পারে না ৷ লেগ স্পিনারকে আগেই আক্রমণে নিয়ে আসলে ম্যাচের ফল বিপরীত হতে পারত বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞমহল ৷ এমনকি তিনি ম্যাচে নিজের পুরো ওভারও শেষ করেননি ৷ মাত্র 2.3 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন বিষ্ণোই ৷ ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন এই সিদ্ধান্ত ?

ABOUT THE AUTHOR

...view details