লখনউ, 17 মে: চলতি আইপিএলের গ্রুপ পর্ব প্রায় শেষের পথে ৷ একমাত্র ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত টাইটানস ছাড়া আর কোনও দল এখনও প্লে-অফের টিকিট নিশ্চিত করতে পারেনি। তারা 13 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে অবস্থান করছে ৷ এরপরেই 15 পয়েন্ট নিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। প্লে-অফের লড়াই থেকে পুরোপুরি ছিটকে গিয়েছে দিল্লি ও হায়দরাবাদ। বাকি দলগুলি প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে ৷ এখন একটা হার মানেই অঙ্ক জটিল হওয়া। মঙ্গলবার ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে নেমেছিল লখনউ ৷ রোহিতদের বিরুদ্ধে জিতে শেষ চারের পথে বড়সড় পা বাড়াল সুপার জায়ান্টস। মুম্বই হেরে যাওয়ায় চাপ বাড়ল কেকেআরের ৷
মঙ্গলবার টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিন উইকেট দিয়ে 177 রান করেছিল লখনউ। লখনউয়ের মার্কাস স্টইনিসের বিধ্বংসী ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। 47 বলে 89 রানে অপরাজিত থাকেন তিনি ৷ এছাড়া অধিনায়ক ক্রুনাল পান্ডিয়াও 49 রান করে আহত অবসৃত হয়ে মাঠ ছাড়েন ৷ জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স 20 ওভারে 5 উইকেটের বিনিময়ে 172 রান তোলে। 5 রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে লখনউ। এর ফলে 14 পয়েন্টেই আটকে রইল মুম্বই।