পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: পুরান-স্টয়নিসের ব্যাটে ডেরায় ঢুকে ব্যাঙ্গালোর 'বধ' লখনউয়ের - আইপিএল

শেষ ওভারের নাটকে 213 রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে লখনউ সুপার জায়ান্টস । শেষ ওভারে আয়ুষ বাদোনি ও জয়দেব উনাদকাটকে ফেরালেও কাজে এল না হর্ষল প্যাটেলের লড়াই ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 11, 2023, 6:33 AM IST

Updated : Apr 11, 2023, 7:00 AM IST

বেঙ্গালুরু, 11 এপ্রিল: ডেরায় ঢুকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস । শেষ ওভারের নাটকে আরসিবি'র দেওয়া 213 রানের বিরাট লক্ষ্য ছুঁয়ে ফেলে এলএসজি । মার্কাস স্টয়নিসের 30 বলে 65, নিকোলাস পুরানের 19 বলে 62 রানের বিস্ফোরক ইনিংসের সুবাদে অ্যাওয়ে ম্যাচে জয় পকেটে পুরল লখনউ ।

গত ম্যাচে রিঙ্কু সিংয়ের ব্যাটে রুদ্ধশ্বাস জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স । এদিন অবশ্য শেষ ওভারে 6 বলে 5 রান করতে হত লখনউকে । ক্রিজে ছিলেন আয়ুষ বাদোনি ও জয়দেব উনাদকাট । দু'জনেই ডাগ-আউটে ফিরে গেলেও জিতেই মাঠ ছাড়লেন আবেশ খান-রবি বিষ্ণোই । দু উইকেট নিলেও কাজে এল না হর্ষল প্যাটেলের লড়াই ।

ব্যাঙ্গালোরের দেওয়া 213 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লখনউ । খাতা না-খুলেই মাঠ ছাড়েন ওপেনার কেইল মায়ার্স । শুন্য রানে ডাগ-আউটে ফেরেন ক্রুণাল পান্ডিয়াও । বড় রান করতে পারেননি দীপক হুডাও । তাঁর ব্য়াটে এদিন এসেছে 10 বলে 9 । মাত্র 23 রানেই 3 উইকেট হারিয়ে ফেলে লখনউ । সেখান থেকে খেলাটা ধরেন মার্কাস স্টয়নিশ । তাঁর 30 বলে 65 রানের দুরন্ত ইনিংসেই ম্যাচে ফেরে লখনউ সুপার জায়ান্টস ।

এদিন বড় ইনিংস গড়তে পারেননি অধিনায়ক কেএল রাহুলও । তাঁর সংগ্রহ 20 বলে 18 । রাহুল ক্রিজ ছাড়ার পর ভয়ংকর হয়ে ওঠেন নিকোলাস পুরান । 7টি ছয়, 4টি চারে বিস্ফোরক ইনিংস খেলেন ক্যারিবিয়ান ব্যাটার । অজি-ক্যারিবিয়ান যুগলবন্দিতেই মরশুমের তৃতীয় জয় তুলে নিল লখনউ । দুই ব্যাটারের ইনিংসে ম্লান হয়ে গেল প্রথম ইনিংসে বিরাট কোহলি, ফাফ ডু'প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলের দুরন্ত ব্যাটিং । মহম্মদ সিরাজ, ওয়েন পার্নেল 3টি করে উইকেট নিলেও ইডেনের পর ঘরের মাঠেও ছবিটা বদলাতে পারল না রয়্যালরা ।

আরও পড়ুন: জয়ের হ্যাটট্রিকে চোখ কেকেআরের, দলের সঙ্গে যোগ দিলেন লিটন দাস

Last Updated : Apr 11, 2023, 7:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details