পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tata IPL 2022 : হারের ডাবল হ্যাটট্রিক পাঁচবারের চ্যাম্পিয়নদের - Tata IPL 2022

লখনউয়ের কাছে 18 রানে হেরে হারের ডাবল হ্যাটট্রিকের রেকর্ড গড়ল মুম্বই ইন্ডিয়ান্স (Lucknow Super Giants beat Mumbai Indians) ৷

IPL 2022
হারের ডবল হ্যাটট্রিক পাঁচবারের চ্যাম্পিয়নদের

By

Published : Apr 16, 2022, 7:44 PM IST

Updated : Apr 16, 2022, 8:53 PM IST

মুম্বই, 16 এপ্রিল :টানা প্রথম ছয় ম্যাচে হার পাঁচবারের চ্যাম্পিয়নদের ৷ শনিবার লখনউয়ের কাছে 18 রানে হেরে হারের ডবল হ্যাটট্রিকের রেকর্ড গড়ল মুম্বই ইন্ডিয়ান্স ৷ আইপিএলের ষষ্ঠ ম্যাচে জয়ের গন্ধ পেতে শুরু করেছিল পল্টনরা ৷ কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ডেয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব আউট হওয়ায় জয়ের মুখ দেখা হল না রোহিতদের (Lucknow Super Giants beat Mumbai Indians) ৷

রাহুলদের দেওয়া 200 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা ৷ 6 ম্য়াচে ক্যাপ্টেনের সংগ্রহ 114 রান ৷ 17 বলে 13 রান করে ফেরেন কিষানও ৷ সেই ধাক্কা অবশ্য সামলে নিয়েছিল ব্রেভিস-যাদব জুটি ৷ 13 বলে 31 রানের ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন ‘বেবি এবি’ ৷ 27 বলে 37 আউট হন সূর্যকুমার ৷

আরও পড়ুন : শততম আইপিএল ম্যাচে সেঞ্চুরি রাহুলের

তারপরে খানিক চেষ্টা করেছিলেন পোলার্ড, তিলক বর্মা ৷ যদিও চামিরার বলে ক্যারিবিয়ান অলরাউন্ডার প্যাভিলিয়নে ফিরতেই মুম্বইয়ের প্রথম জয়ের আশা শেষ হয়ে যায় ৷ শেষ পর্যন্ত 181 রানে থামে পল্টনদের ইনিংস ৷

ষষ্ঠ ম্যাচ হেরে ফ্র্যাঞ্চাইজি লিগে নয়া নজির গড়েছে মুম্বই ৷ আইপিএলের ইতিহাসে মুম্বই তৃতীয় দল যারা পরপর ছ'টি ম্যাচ হারল ৷ 2013 সালে দিল্লি এবং 2019 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই নজির রয়েছে ৷ 2014 সালের আইপিএলে অবশ্য প্রথম পাঁচ ম্যাচ হারলেও পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল দল ৷ শেষ পর্যন্ত চতুর্থ স্থানে অভিযান শেষ করেছিলেন রোহিত, পোলার্ডরা ৷ এবারও সেই চমক দেখার অপেক্ষাতেই ভক্তরা ৷

Last Updated : Apr 16, 2022, 8:53 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details