মুম্বই, 16 এপ্রিল :টানা প্রথম ছয় ম্যাচে হার পাঁচবারের চ্যাম্পিয়নদের ৷ শনিবার লখনউয়ের কাছে 18 রানে হেরে হারের ডবল হ্যাটট্রিকের রেকর্ড গড়ল মুম্বই ইন্ডিয়ান্স ৷ আইপিএলের ষষ্ঠ ম্যাচে জয়ের গন্ধ পেতে শুরু করেছিল পল্টনরা ৷ কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ডেয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব আউট হওয়ায় জয়ের মুখ দেখা হল না রোহিতদের (Lucknow Super Giants beat Mumbai Indians) ৷
রাহুলদের দেওয়া 200 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা ৷ 6 ম্য়াচে ক্যাপ্টেনের সংগ্রহ 114 রান ৷ 17 বলে 13 রান করে ফেরেন কিষানও ৷ সেই ধাক্কা অবশ্য সামলে নিয়েছিল ব্রেভিস-যাদব জুটি ৷ 13 বলে 31 রানের ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন ‘বেবি এবি’ ৷ 27 বলে 37 আউট হন সূর্যকুমার ৷