পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

LSG vs KKR in IPL 2022 : বৃথা গেল রাসেল ঝড়, বড় ব্যবধানে হেরে কার্যত প্লে-অফের বাইরে কলকাতা - বড় ব্যবধানে হেরে কার্যত প্লে অফের বাইরে কলকাতা

কুইন্টন ডি'কক, দীপক হুডার ব্যাটে ভর করে 177 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল সুপার জায়ান্টস ৷ তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় 76 রান আগেই থেমে গেল নাইটদের ইনিংস (Lucknow Super Giants beat Kolkata Knight Riders) ৷

LSG vs KKR match report
বড় ব্যবধানে হেরে কার্যত প্লে-অফের বাইরে কলকাতা

By

Published : May 8, 2022, 7:17 AM IST

পুণে, 8 মে :প্লে-অফের সম্ভাবনা জিইয়ে রাখতে 'ডু অর ডাই' ম্যাচে নেমেছিল নাইটরা ৷ সুপার জায়ান্টসের কাছে কোনওরকম প্রতিরোধ ছাড়াই হেরে শ্রেয়সদের প্লে-অফ যাত্রায় কার্যত প্রশ্নচিহ্ন পড়ে গেল ৷ রাজস্থানকে গত ম্যাচে হারিয়ে শেষ চারের দৌড়ে ঢোকা কলকাতা ফের সেই বৃত্ত থেকে বহুদূরে (Lucknow Super Giants beat Kolkata Knight Riders by 75 runs) ৷

মরণ-বাঁচন ম্যাচে পুণেতে এদিন টস জিতে রান তাড়া করার পথেই হেঁটেছিলেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ 19তম ওভারে শিবম মাভিকে পাঁচটি ছক্কা হাঁকিয়ে দলকে 170 রানের গণ্ডি পার করিয়ে দেন মার্কাস স্টোইনিস এবং জেসন হোল্ডার ৷ লখনউয়ের দেওয়া 177 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিন ব্যর্থ কলকাতার প্রথম পাঁচ ব্যাটার ৷ একমাত্র দু'অঙ্কের রান এসেছে অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে ৷ অজি ব্যাটারের সংগ্রহ 14 বলে 14 ৷ ‘ব্যর্থ’ রাহানের বদলে দলে সুযোগ পাওয়া বাবা ইন্দ্রজিৎ এদিন খাতাই খুলতে পারেননি ৷

শ্রেয়স-নীতিশের ব্যর্থতার দিনে ফের ‘রাসেল ঝড়’ শুরু মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৷ 5টি ছক্কার সাহায্যে 19 বলে 45 করা বিধ্বংসী ইনিংস এদিন কোনও কাজেই এল না ৷ মাত্র 69 রানে 5 উইকেট পড়ে গেলেও কলকাতার সমর্থকদের আশা ছিল রাসেল-নারিন জুটিতে ভর করে ‘অলৌকিক’ জয় পাবে কেকেআর-ই ৷ যদিও রাসেল-শো শেষ হতেই কলকাতার জয়ের আশা কার্যত শেষ হয়ে যায় ৷

আরও পড়ুন : চাহালের রেকর্ড, যশস্বীর অর্ধশতরানে 'পঞ্জাব বধ' রয়্যালসদের

শেষ পর্যন্ত মাত্র 101 রানে শেষ হয়ে যায় নাইটদের ইনিংস ৷ বল হাতে ভয়ংকর হয়ে ওঠা আবেশ খান মাত্র 19 রান খরচ করে তুলে নেন 3টি উইকেট ৷ তিন উইকেট ঝুলিতে পুরেছেন জেসন হোল্ডারও ৷ এদিন ম্যাচ জিতে ফের টেবিলের শীর্ষে উঠে এল নবাগতরা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details