পুণে, 8 মে :প্লে-অফের সম্ভাবনা জিইয়ে রাখতে 'ডু অর ডাই' ম্যাচে নেমেছিল নাইটরা ৷ সুপার জায়ান্টসের কাছে কোনওরকম প্রতিরোধ ছাড়াই হেরে শ্রেয়সদের প্লে-অফ যাত্রায় কার্যত প্রশ্নচিহ্ন পড়ে গেল ৷ রাজস্থানকে গত ম্যাচে হারিয়ে শেষ চারের দৌড়ে ঢোকা কলকাতা ফের সেই বৃত্ত থেকে বহুদূরে (Lucknow Super Giants beat Kolkata Knight Riders by 75 runs) ৷
মরণ-বাঁচন ম্যাচে পুণেতে এদিন টস জিতে রান তাড়া করার পথেই হেঁটেছিলেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ 19তম ওভারে শিবম মাভিকে পাঁচটি ছক্কা হাঁকিয়ে দলকে 170 রানের গণ্ডি পার করিয়ে দেন মার্কাস স্টোইনিস এবং জেসন হোল্ডার ৷ লখনউয়ের দেওয়া 177 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিন ব্যর্থ কলকাতার প্রথম পাঁচ ব্যাটার ৷ একমাত্র দু'অঙ্কের রান এসেছে অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে ৷ অজি ব্যাটারের সংগ্রহ 14 বলে 14 ৷ ‘ব্যর্থ’ রাহানের বদলে দলে সুযোগ পাওয়া বাবা ইন্দ্রজিৎ এদিন খাতাই খুলতে পারেননি ৷