হায়দরাবাদ, 13 মে: আইপিএল প্লে-অফের দৌড় থেকে কার্যত বিদায় সানরাইজার্স হায়দরাবাদের ৷ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে 7 উইকেটে হারল নিজামের শহরের দল ৷ শেষ 5 ওভারে এলএসজি-র ব্যাটারদের তাণ্ডবে রীতিমত দিশেহারা দেখাল হায়দরাবাদ দলকে ৷ 16 নম্বর ওভারে অভিষেক শর্মাকে 5টি ছক্কা হাঁকালেন মার্কস স্টইনিস এবং নিকোলাস পুরান ৷ 64 রানের অপরাজিত ইনিংস খেলেছেন প্রেরক মানকন্ড ৷ আর সব মিলিয়ে 4 বল বাকি থাকতে 183 রানের লক্ষ্যে পৌঁছে গেল লখনউ সুপার জায়ান্টসরা ৷ তবে, এ সবের মাঝেই এসআরএইচ-এর ইনিংসের শেষ ওভারে দর্শকদের বিশৃঙ্খল আচরণে বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকল ৷
শনিবারের ডবল হেডারে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক এইডেন মার্কক্রম ৷ আনমোলপ্রীত (36), রাহুল ত্রিপাঠী (20), মার্করাম (28), ক্লাসেন (47) এবং আব্দুল সামাদের (37 অপরাজিত) ইনিংসে ভর করে 6 উইকেট হারিয়ে 182 রান স্কোরবোর্ডে তোলে এসআরএইচ ৷ মোটের উপর যে রান ডিফেন্ড করা যাবে বলেই মনে করেছিল সানরাইজার্স ম্যানেজমেন্ট ৷ লখনউ সুপার জায়ান্টসের হয়ে 2 উইকেট নিয়েছিলেন অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া ৷ 1টি করে উইকেট নেন যুদ্ধবীর সিং, আবেশ খান, যশ ঠাকুর এবং অমিত মিশ্রা ৷
ব্যাটিং করতে নেমে কার্ল মায়ার্স 14 বল খেলে মাত্র 2 রান করে আউট হন ৷ এই আইপিএল-এ এটি মায়ার্সের সবচেয়ে খারাপ ইনিংস ৷ এরপর কুইন্টন ডি’কক (29) এবং প্রেরক মানকন্ড লখনউ সুপার জায়ান্টসের ইনিংসের হাল ধরেন ৷ দু’জনে মিলে সুপার জায়ান্টসের ইনিংস এগিয়ে নিয়ে যান ৷ ডি’কক আউট হতে ক্রিজে আসেন অজি অলরাউন্ডার মার্কস স্টইনিস ৷ তিনি 25 বলে 40 রান করেন ৷