কলকাতা, 11 এপ্রিল: পরপর দুটো জয় বদলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে । তারকা নির্ভরতা নয়, দলগত সংহতি কেকেআরের ইউএসপি । শেষ তিন ম্যাচে তার প্রভাব দেখা গিয়েছে । রয়্যাল চ্যালেঞ্জার্স এবং গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয়ের ওয়ান লাইনার 'করব লড়ব জিতব রে' । কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ধীরে ধীরে দলকে বাঁধতে চেষ্টা করছেন । আগামী শুক্রবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ ।
এই মুহূর্তে জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে নাইটরা । এসআরএইচ ম্যাচের প্রস্তুতি শুরু করল কেকেআর । এবার প্রথমবার আইপিএল খেলবেন বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস । তিনি দু'দিন আগেই কলকাতায় পা রেখেছেন । মঙ্গলবার দলের সঙ্গে প্রথম অনুশীলন করলেন । প্র্যাকটিসে হালকা মেজাজেই এদিন দেখা গিয়েছে বাংলাদেশের এই পোস্টার বয়কে ।
গত ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কলকাতার রিঙ্কু সিং শেষ ওভারে পাঁচ বলে পাঁচটি ছয় মেরে ম্যাচ জিতিয়েছেন । ক্রিকেটে এর আগে এরকম ঘটনা ঘটেনি । গোটা ক্রিকেট মহলের মুখে রিঙ্কু সিংয়ের প্রশংসা শোনা গিয়েছে । এবার রিঙ্কু সিং'কে নিয়ে মুখ খুললেন বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস । রিঙ্কু সম্পর্কে লিটন বলেন, "আমি ওর ফ্যান হয়ে গিয়েছি । শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে জেতানো এটা একটা অসাধারণ ব্যাপার । ওর সতীর্থ হিসেবে আমার গর্ববোধ হচ্ছে । আমি রিঙ্কুর ইনিংসটা পুরো দেখতে পারিনি । তখন আমি সবেমাত্র বিমানবন্দরে নেমেছিলাম ।"