পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Litton on Rinku Singh: ওর সতীর্থ হিসেবে গর্ববোধ হয়, রিঙ্কুর নয়া ফ্যান লিটন

রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশী ক্রিকেটার লিটন দাস ৷ তার সতীর্থ হিসেবে গর্ববোধ করার কথা বললেন লিটন ৷

ETV Bharat
রিঙ্কুর ফ্যান লিটন

By

Published : Apr 11, 2023, 10:51 PM IST

কলকাতা, 11 এপ্রিল: পরপর দুটো জয় বদলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে । তারকা নির্ভরতা নয়, দলগত সংহতি কেকেআরের ইউএসপি । শেষ তিন ম্যাচে তার প্রভাব দেখা গিয়েছে । রয়্যাল চ্যালেঞ্জার্স এবং গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয়ের ওয়ান লাইনার 'করব লড়ব জিতব রে' । কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ধীরে ধীরে দলকে বাঁধতে চেষ্টা করছেন । আগামী শুক্রবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ ।

এই মুহূর্তে জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে নাইটরা । এসআরএইচ ম্যাচের প্রস্তুতি শুরু করল কেকেআর । এবার প্রথমবার আইপিএল খেলবেন বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস । তিনি দু'দিন আগেই কলকাতায় পা রেখেছেন । মঙ্গলবার দলের সঙ্গে প্রথম অনুশীলন করলেন । প্র্যাকটিসে হালকা মেজাজেই এদিন দেখা গিয়েছে বাংলাদেশের এই পোস্টার বয়কে ।

গত ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কলকাতার রিঙ্কু সিং শেষ ওভারে পাঁচ বলে পাঁচটি ছয় মেরে ম্যাচ জিতিয়েছেন । ক্রিকেটে এর আগে এরকম ঘটনা ঘটেনি । গোটা ক্রিকেট মহলের মুখে রিঙ্কু সিংয়ের প্রশংসা শোনা গিয়েছে । এবার রিঙ্কু সিং'কে নিয়ে মুখ খুললেন বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস । রিঙ্কু সম্পর্কে লিটন বলেন, "আমি ওর ফ্যান হয়ে গিয়েছি । শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে জেতানো এটা একটা অসাধারণ ব্যাপার । ওর সতীর্থ হিসেবে আমার গর্ববোধ হচ্ছে । আমি রিঙ্কুর ইনিংসটা পুরো দেখতে পারিনি । তখন আমি সবেমাত্র বিমানবন্দরে নেমেছিলাম ।"

লিটন দাসের কেকেআরের সঙ্গে থাকার কথা এ মাসের শেষ পর্যন্ত । তারপরই তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে যাবেন । একদিনের সিরিজের দলে লিটনকে রাখা হয়েছে । তবুও কেকেআর ম্যানেজেমেন্ট লিটনের উপর ভরসা রেখেছে । হায়দরাবাদ ম্যাচ থেকে এ মাসের শেষ পর্যন্ত কলকাতার যে'কটা ম্যাচ রয়েছে, তার মধ্যে তিনি ক'টা ম্যাচে সুযোগ পাবেন তার কোনও নিশ্চয়তা নেই । লিটন মূলত ওপেনার । কলকাতার ওপেনার সংখ্যা প্রচুর । তবে সুযোগ পেলে সেটা কাজে লাগানোর চেষ্টা করবেন । বলছেন, "কেকেআর ফ্র্যাঞ্চইজি আমার উপর যে আস্থা দেখিয়েছে, আমি মর্যাদা রাখার চেষ্টা করব । সুযোগ পেলে ভালো খেলতে হবে ।"

মঙ্গলবার সিসিএফসি'তে নাইটরা হালকা প্র্যাকটিস করেছে । সেখানে লিটন-সহ আরও সাতজন ক্রিকেটার উপস্থিত ছিলেন । তার মধ্যে বৈভব আরোরা, নারায়ণ জগদীশন ও মনদীপ সিং-রা ছিলেন । নেটে ব্যাটিং করেছেন লিটন, জগদীশন ও মনদীপ সিং । গত ম্যাচে মনদীপের জায়গায় সুযোগ পেয়েছিলেন জগদীশন । কিন্তু রান পাননি তিনি । গুরবাজও অবদান রাখতে ব্যর্থ । আগের বছরের মতো এবারও ওপেনিং সমস্যা ভোগাচ্ছে কেকেআরকে । কেউই ধারাবাহিক নন, তবে লিটন, জেসন রয়রা দলে যোগ দিয়েছেন । এই দুই বিদেশী ক্রিকেটারের মধ্যে কেউ একজন হায়দরাবাদ ম্যাচে খেলতে পারেন । লিটন বা রয়ের অন্তর্ভুক্তি যদি নাইটদের ওপেনিং সমস্যা মেটাতে পারে ।

আরও পড়ুন :ক্রিকেটকে বাহন করে গলি থেকে রাজপথে রিঙ্কু সিং

ABOUT THE AUTHOR

...view details