পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: ইডেনে নাইট ও রয়্যাল দ্বৈরথ ! প্রাক ম্যাচ প্র্যাকটিসে খোশমেজাজে বিরাট - last day Practice Before KKR RCB Match in Eden

বৃহস্পতির সন্ধ্যায় বিরাট-রাসেল ডুয়েল দেখতে ঢল নামবে ইডেনে ৷ বুধবার শেষ প্র্যাকটিসেই ইডেনের সামনে ফ্যানেদের ভিড় ৷ ম্যাচে নামার আগে শেষবার প্র্যাকটিসে দুই দল ৷ ঘরের মাঠে নাইটরা কি পারবে কলকাতাকে জেতাতে ? মরশুমে প্রথম আইপিএল ম্যাচের অপেক্ষায় ক্রিকেটের স্বর্গোদ্যান ৷

Etv Bharat
ইডেন গার্ডেন

By

Published : Apr 5, 2023, 11:07 PM IST

বৃহস্পতির সন্ধ্যায় ইডেনে নাইট ও রয়্যাল দ্বৈরথ

কলকাতা, 5 এপ্রিল: বুধ সন্ধ্যায় ইডেনে বিরাট স্যারের ক্লাস । শিক্ষার্থী নীতিশ রানা, রহমতুল্লাহ গুরবাজ, শার্দুল ঠাকুর । নাইট বনাম রয়্যালের হাড্ডাহাড্ডি ম্যাচের আর 24 ঘণ্টাও বাকি নেই । তার আগে বৈরিতার আগুন কই । বদলে দেখা গেল বন্ধুত্বের আবহ । কলকাতায় পা-দেওয়ার পরে প্রথমবার ইডেনে এলেন বিরাট কোহলি । মঙ্গলবার এই শহরে নিজের রেস্তোরায় দলের তিন সতীর্থ ম্যাক্সওয়েল, ফাফ ডু'প্লেসি, মহম্মদ সিরাজদের নিয়ে হালকা মেজাজে সময় কাটিয়েছেন ।

বুধবার অবশ্য ভিন্ন মেজাজে রয়্যাল চ্যালেঞ্জার্সের প্রাক্তন অধিনায়ক ভিন্ন মেজাজে । তিনটি নেটেই বেশ কিছুক্ষণ নেটিং করলেন । প্রতিপক্ষের পেস স্পিন সবকিছুর জন্যই ঝালিয়ে রাখলেন । ইডেন তার চেনা উইকেট । বড় রান রয়েছে । তবুও ফাঁকি দিতে রাজি নন । বিরাট মন্ত্র অনুসরণ করলেন ডু'প্লেসি, ম্যাক্সওয়েলরা । নাইট শিবিরের স্পিনাররা ঝামেলায় ফেলতে পারেন অনুমান করে বাড়তি অনুশীলন করলেন স্পিনারদের বিরুদ্ধে । মুম্বইকে উড়িয়ে দেওয়ার পরে কলকাতা জয়ে কোনও ফাঁক রাখতে চাইছ না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ।

নাইট শিবিরে সবাই চুপ করে রয়েছে । বাড়তি নকিং করতে দেখা গেল আন্দ্রে রাসেলকে । ব্যাঙ্গালোর বোলারদের তুবড়ে দিতে তিনিই যে দলের ভরসা তা বুঝেছেন । তাই বাড়তি জোর ব্যাটিং প্র্যাকটিসে । এদিকে তিন বছর পরে ইডেনে আইপিএল ম্যাচ । ক্রিকেট বিশ্বের সবচেয়ে দামি লিগের ম্যাচ আয়োজনে ত্রুটি রাখতে নারাজ সিএবি । দেখে মনে হচ্ছে কোনও এক ময়দানের ছোঁয়ায় ইডেন প্রেসবক্স, ভিআইপি বক্স, কর্পোরেট বক্স, প্রেস কনফারেন্স রুম বদলে গিয়েছে ।

আলোর মায়ায় প্রতিবারই ইডেন নতুন করে ধরা দেয় । আইপিএলের ম্যাচের আগে যেন বাড়তি মাত্রা যোগ হয়েছে । দুই দলের অনুশীলন দেখতে বিশেষ করে বিরাট কোহলিকে দেখতে ভিড় ছিল চোখে পড়ার মত । মঙ্গলবার স্বাদ পূরণ হয়নি । বুধবার বিকেল থেকে ভিড় ছিল উপচে পড়া । রয়্যাল চ্যালেঞ্জার্সের বাস থামতে চিৎকার শুরু হয়েছিল বিরাট কোহলিকে দেখতে পেয়ে তা গগনভেদী হল ।

এদিকে টিকিটের চাহিদা তুঙ্গে । সিএবির পদাধিকারীরা হাত তুলে নিয়েছেন । সব কথা শুনতে রাজি টিকিট নিয়ে একটি শব্দ শুনতে রাজি নন তারা । এদিকে মহমেডান ক্লাব চত্বর মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ থেকে তালতলা মাঠ হাওড়া ইউনিয়ন চত্বরে টিকিটের কার্যত নিলাম হচ্ছে । এদিকে ইডেনে নাইট ম্যাচ মানেই শাহরুখ খানের আগমন । কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না । তবে জুহি চাওলা হয়ত আসছেন । সব মিলিয়ে ইডেন প্রস্তুত বিরাট কোহলির ব্যাটিং শৈলি ও আন্দ্রে রাসেলের ব্যাটিং তাণ্ডব দেখতে ।

আরও পড়ুন :'বিরাট' ম্যাচে ব্যক্তি নয়, দলগত সংহতিতে জোর পণ্ডিতের

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details