দিল্লি, 16 ফেব্রুয়ারি : আর কিংস ইলেভেন পঞ্জাব নয়, এবার থেকে আইপিএলের মহারণে খেলতে দেখা যাবে পঞ্জাব কিংসকে । আইপিএল-এর আগামী মরশুম থেকেই এই নতুন নামে খেলবে প্রীতি জ়িন্টার দল । দীর্ঘ চিন্তাভাবনার পর কিংস ইলেভেন পঞ্জাব নাম বদলে পঞ্জাব কিংস রাখার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজ়ি ।
শেষ মরশুমেও মরুশহরে কিংস ইলেভেন পঞ্জাব নামেই খেলতে দেখা গিয়েছিল প্রীতি জ়িন্টার দলকে । তবে কেন হঠাৎ করে নামবদল ? বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, "বেশ অনেকদিন ধরেই দলের নাম পরিবর্তন করার জন্য চিন্তাভাবনা করছিল ফ্র্যাঞ্চাইজ়ি । এইবারের আইপিএল শুরুর আগেই নতুন নাম চূড়ান্ত করে নিতে চাইছিল তাঁরা । সুতরাং এটা কোনও হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত নয় ।"