পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

KKR : চোটের কারণে দেশে ফিরছেন নাইট স্পিনার

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ হারের পর নাইটশিবিরে ফের দু:সংবাদ ৷ হাঁটুর চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন কুলদীপ যাদব ৷ প্রায় 4 থেকে 6 মাঠের বাইরে থাকতে হবে বাঁ-হাতি স্পিনারকে ৷ এপ্রিলে চতুর্দশ আইপিএলে একটি ম্যাচ খেলার সুযোগ পায়নি 'চায়নাম্যান' ৷

Kuldeep Yadav
চোটের কারণে দেশে ফিরছেন নাইট স্পিনার

By

Published : Sep 27, 2021, 8:35 PM IST

আবুধাবি, 27 সেপ্টেম্বর : মরু শহরে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগেই টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কুলদীপ যাদব ৷ ঘরের মাঠে প্রথম পর্বে তাঁর সুযোগ না-পাওয়া নিয়ে ক্যাপ্টেন ইয়ন মরগ্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ছিলেন নাইটদের এই বাঁ-হাতি স্পিনার ৷ মরু শহরে প্র্যাকটিসে ফের চোট পেয়ে এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন কুলদীপ ৷

মরু শহর থেকে দেশে ফিরে আসছেন কেকেআর-এর এই তারকা স্পিনার ৷ হাঁটুর চোটের কারণে 4 থেকে 6 মাস মাঠের বাইরে থাকতে হবে কুলদীপকে ৷ বোর্ডের এক আধিকারিকের বক্তব্য তুলে ধরে এই খবর প্রকাশ করেছে সংবাদসংস্থা পিটিআই ৷ এর ফলে ঘরোয়া টুর্নামেন্টও খেলতে পারবেন না কুলদীপ ৷ কারণ চোট সারিয়ে ওঠার পর বেশ কিছুদিন রি-হ্যাবে থাকতে হবে ৷

বোর্ডের এক আধিকারিক পিটিআইকে জানিয়েছেন, "আমরা খবর পেয়েছি, কুলদীপ সংযুক্ত আরব আমিরশাহীতে প্র্যাকটিসে চোট পেয়েছি ৷ ফিল্ডিং করতে গিয়ে হাঁটু ঘুরে যায় ৷ ওর পায়ের অবস্থা ভাল নয় ৷ ফলে সুযোগ পাওয়ার কোনও সম্ভাবনা নেই ৷ তাই ও দেশে ফিরে আসছে ৷" কিছুদিন আগেই মুম্বইতে অস্ত্রোপচার হয় তাঁর। সেই চোট এখনও সারেনি। তবে রঞ্জি ট্রফি শেষ হওয়ার পর ফের মাঠে দেখা যেতে পারে কুলদীপকে। এমনটাই মনে করেন আইপিএলের দায়িত্বে থাকা বিসিসিআই-এর এক আধিকারিক। তিনি বলেন, "হাঁটুর চোট খুব খারাপ। সুস্থ হতে অনেকটা সময় লাগে। প্রথমে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিজিয়োথেরাপি, তারপর ধীরে ধীরে অনুশীলন এবং তারপর নেটে বোলিং করা।"

আরও পড়ুন :ঝুলনের মতই ইয়র্ক দিতে চান অজি পেসার

মরু শহরে আইপিএলে শুরুটা দারুণ করেছে কেকেআর ৷ প্রথম তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই জিতেছে কিং খানের দল ৷ রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তীরে এসে তরী ডুবে নাইটদের ৷ অল্পের জন্য জয়ের হ্যাটট্রিক হাতছাড়া হয় মরগ্যানবাহিনীর ৷ মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামছে কেকেআর ৷

ABOUT THE AUTHOR

...view details