পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

KKR Fever in Kolkata: শহর জুড়ে ক্রিকেট ফিভার, তিলোত্তমার রং বেগুনি

উন্মাদনার পারদ যত চড়ছে কলকাতা তত বেগুনি হয়ে উঠছে ৷ হাওড়া ব্রিজ থেকে কলকাতা মেট্রো বেগুনি সাজে ঘরের মাঠ কলকাতায় নাইটদের প্রথম ম্যাচের সাক্ষী হতে প্রস্তুত ৷ রইল শহরের ক্রিকেট ফিভারের কিছু খণ্ডচিত্র ৷

KKR IPL match
কেকেআর

By

Published : Apr 6, 2023, 5:38 PM IST

Updated : Apr 6, 2023, 5:56 PM IST

কলকাতা, 6 এপ্রিল: নীল নয়, বৃহস্পতিবার কলকাতার আকাশের রং বেগুনি । চৈত্র মাসের গরমে রৌদ্রজ্বল দিন তাপমাত্রার পারদকে চড়তে সাহায্য করছে । তারই মধ্যে সূর্য ডুবলে কলকাতার আকাশ বেগুনি আভায় ভরে যাচ্ছে । সৌজন্যে পার্পল ব্রিগেড । নীতিশ রানা, আন্দ্রে রাসেলরা এদিন বেগুনি জার্সি পড়ে মাঠে নামবেন । চলতি আইপিএলে এটাই প্রথম ঘরের মাঠে ম্যাচ তাঁদের । ফাফ ডু'প্লেসিদের বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে কেকেআর-এর রঙে সেজে উঠেছে কলকাতা ।

বেগুনি রঙের আলোয় সেজেছে হাওড়া ব্রিজ

শুধু কী কলকাতা, ইডেনও সেজে উঠেছে একেবারে নতুনভাবে । হাওড়া ব্রিজ থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তা এবং জায়গায় কেকেআর-এর রঙ । ইডেনের বাইরেও বিরাট পোস্টার শাহরুখের দলের । সেখানে লেখা, 'দিল কহে বারবার আমি কেকেআর ।' প্রেসবক্সও সাজানো হয়েছে নতুন করে । সেজে উঠেছে ভিআইপি বক্সও । সেখানেও দেখা মিলেছে রংয়ের খেলার । মনে হচ্ছে কোনও এক জাদুকর যেন জিওন কাঠির ছোঁয়ায় নতুনভাবে ইডেনকে রাঙিয়ে দিয়েছে ।

নীতিশ রানা, চন্দ্রকান্ত পন্ডিতরদের দেখা মিলছে রাস্তায় মোড়ে মোড়ে

কিছুদিন আগেই সিএবি'র পক্ষ থেকে ইডেনের অন্দরমহলের ছবি পোস্ট করা হয়েছিল । ঝাঁ চকচকে করে তোলা হচ্ছে ইডেনকে । দর্শকদের জন্য থাকছে লেজার শো । মাঠে আসা দর্শকরা সেই দৃশ্য উপভোগ করতে পারবেন । ইডেন শুধু নয়, শহরের বিভিন্ন জায়গায় আইপিএল উৎসব চলছে । কৃষ্ণনগরে হয়েছে ফ্যান পার্ক । মে মাসে কোচবিহারে হবে ফ্যান পার্ক । ক্রিকেট সঙ্গে বাড়তি কিছু, এটাই স্লোগান ফ্যান পার্কের । যেখানে বন্ধুবান্ধবদের নিয়ে ক্রিকেট উপভোগ করতে পারবেন আপনিও । প্রথম থেকেই বাইপাসের ধারে সাততারা হোটেলটি নাইটদের ডেরা । তার রঙও বেগুনি । এমনিতে সুন্দর, তারপর এখন বেগুনি সাজে ওই হোটেলের থেকে চোখ সরানো দায় ৷

কলকাতার আকাশের রং বেগুনি

রবীন্দ্রসদনের সামনের ফ্লাইওভারের আলোকসজ্জাও হয়েছে বেগুনি । কলকাতা শহরের বিভিন্ন মোড়ে বেগুনি আলোয় সেজে উঠেছে বাতিস্তম্ভগুলি । সেজে উঠছে শহরের নামী পাঁচতারা হোটেলগুলিও । বেগুনি সোনালি রঙে মুড়ে ফেলা হচ্ছে তিলোত্তমাকে । চার বছর পর ঘরে ফিরছে নাইটরা । চলে এসেছেন অশোক চক্রবর্তী । নবদ্বীপে স্টেশনারী দোকান চালান । নাইট রাইডার্সের ভক্তটি পতাকা এবং শাখের আওয়াজে ইডেনের আবহকে আরও বেশী মনমোহিনী করে তুলছেন । নাইটদের পক্ষ থেকে প্রতিবারের মত এবারও টিকিট দেওয়া হয়েছে অশোক চক্রবর্তীকে ।

কেকেআর ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে

ম্যাচের দিন শহরে মেট্রো চলবে রাত পর্যন্ত । বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে মেট্রো রেলের তরফে । রাত 12টা 15মিনিট নাগাদ এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর মুখী মেট্রো পাবেন ইডেন ফেরত দর্শকরা । ওই মেট্রোগুলি কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরে পৌঁছবে রাত 12টা 48 মিনিট নাগাদ । আইপিএল টুর্নামেন্টের কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ । কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে সিটি অফ জয়কে । খেলা দেখে ফেরার সময় দর্শকরা যাতে সমস্যায় না পড়েন সেদিকেও নজর দেওয়া হচ্ছে ।

শহরে রাত পর্যন্ত চলবে মেট্রো

যদিও হার দিয়েই আইপিএল অভিযান শুরু করেছেন নীতিশ রানা, চন্দ্রকান্ত পন্ডিতরা । পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে সাত রানে হারতে হয়েছে কলকাতাকে । বিরাটদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া নাইটরা । ইতিমধ্যে ভুল শোধরানোর প্রক্রিয়া শুরু হয়েছে । জেসন রয় পরের ম্যাচে আমেদাবাদে দলের সঙ্গে যোগ দিচ্ছেন । যাকে চন্দ্রকান্ত পণ্ডিত ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে চিহ্নিত করেছেন । বাংলাদেশের লিটন দাসকেও পাওয়া যাচ্ছে । শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ায় সুদীপ ঘরামিকে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে । অন্যদিকে বাংলার ক্রিকেটারকে তৈরি থাকতে বলা হয়েছে ।

বেগুনি আভা শহরের আনাচে কানাচে

আরও পড়ুন:শ্রেয়সের পরিবর্ত খুঁজে নিল কেকেআর, নাইট শিবিরে যোগ দিচ্ছেন ইংল্যান্ড ওপেনার

Last Updated : Apr 6, 2023, 5:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details