হায়দরাবাদ, 4 মে: গত অ্যাওয়ে ম্যাচে বিরাট কোহলিদের হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখলেও পরের ইডেনে পরের ম্যাচেই মুখ থুবরে পড়ে কিং খানের দল ৷ বৃহস্পতিবার উপ্পলে প্রথম ব্যাটিং করে শুরুটা ভালো না-হলেও ক্যাপ্টেন নীতিশ রানা ও রিংকু সিংয়ের ব্যাটিং দাপটে সানরাইজার্সের সামনে জয়ের জন্য 172 রানের লক্ষ্যমাত্রা রাখে কেকেআর ৷
শুরুতেই ফর্মে থাকা গুরবাজের উইকেট হারায় নাইটরা ৷ তাঁর ওপেনিং পার্টানার জেসন রয় ব্যক্তিগত 20 রানে ডাগ-আউটে ফেরেন ৷ আইয়ারও বড় রান করতে ব্যর্থ ৷ তবে ক্যাপ্টেন রানার 31 বলে 42 এবং রিংকুর 35 বলে 46 রানের ইনিংস নাইটদের ভিত শক্ত করে ৷ শেষ দিকে আন্দ্রে রাসেলের 15 বলে 24 এবং অনুকূল রয়ের 7 বলে 13 রানে জেরে 9 উইকেটে 171 রান তোলে কেকেআর ৷
ফ্র্যাঞ্চাইজি লিগে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ । নিজামের ডেরায় ঢুকে জয়ের লক্ষ্যে ব্যাটিং করবে কেকেআর । টস জিতে প্রতিপক্ষকে ফিল্ডিং করতে পাঠালেন অধিনায়ক নীতীশ রানা । শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হেরেছে নাইটরা । অন্যদিকে দিল্লি 'বধ' করে ঘরের মাঠে নামছে হায়দরাবাদ ।
চলতি টুর্নামেন্টে ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে কলকাতাকে । দু-একজনের ভালো পারফরম্যান্স দলকে জয়ের কাছাকাছি নিয়ে গেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি কেকেআর । শেষ ম্যাচে গুজরাতের বিরুদ্ধে ঘরের মাঠে রহমান্নুলাহ গুরবাজ অসাধারণ খেললেও কেউই তাঁকে সঙ্গ দিতে পারেননি । একমাত্র আন্দ্রে রাসেল কিছুটা চেষ্টা করলেও তা জয়ের জন্য প্রয়োজনীয় ছিল না । অধিনায়ক নীতীশ রানা নিজেকে মেলে ধরতে ব্যর্থ । রিঙ্কু সিং ক্যামিও খেলছেন, যদিও এখনও দলকে ভরসা দেওয়ার জায়গায় পৌঁছননি পাঁচ ছক্কার হিরো । ফলে কেকেআর শিবির ইনিংস দীর্ঘায়ত করার দৃঢ়তা দেখানোর লোকের অভাবে ভুগছে ।