পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: পনেরো ওভারেই 150 টপকাল নাইটরা, প্রত্যাবর্তনের ম্যাচে ফ্রন্টফুটে কেকেআর - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

টানা চার ম্যাচে অসহায় আত্মসমর্পণ । পঞ্চম ম্যাচে প্রত্যাবর্তনের লক্ষ্যে নামছে কলকাতা নাইট রাইডার্স ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 26, 2023, 7:06 PM IST

Updated : Apr 26, 2023, 8:58 PM IST

বেঙ্গালুরু, 26 এপ্রিল: বিরাট কোহলিদের বিরুদ্ধে ইডেনে শার্দূল ঠাকুরের ব্যাটিং ও কেকেআর স্পিনাররা বাজিমাত করেছিল । তারপর গুজরাত ম্যাচে রিঙ্কুর অতিমানবীয় ইনিংস দলকে জেতায় । তারপর থেকে ক্রমশ খারাপ হয়েছে দলের অবস্থা । টানা চার ম্যাচ হেরে ফের আরসিবি 'বধ' করেই ট্র্যাকে ফিরতে মরিয়া নাইটরা । প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত কেকেআর ব্যাটাররা । জেসন রয়, নীতীশ রানার ব্যাটে 15 ওভারেই 150 পেরল কেকেআর ।

যদিও দলের চিন্তা সার্বিক পারফরম্যান্স । স্ট্র্যাটেজিতে একের পর এক বদল আনলেও তা ক্লিক করেনি । ওপেনিং জুটি বদলেও ইনিংস গোড়াপত্তন শক্তপোক্ত হয়নি কোনওভাবেই । ব্যাটার ও বোলার, পাওয়ার প্লে'র ব্যর্থতা ক্রমশ দলের চিন্তা বাড়াচ্ছে । একের পর এক ম্যাচে পারফরম্যান্সের উন্নতির আশ্বাসবাণী মিললেও কাজের কাজ হয়নি । বদলে কেকেআর-এর তরফে মিলেছে অসহায় আত্মসমর্পণ । টানা চার হারে পরিস্থিতি এতটাই সঙ্গীন যে, প্লে-অফে নাইটদের পৌঁছনো রীতিমতো সংশয়ে।

অন্যদিকে, টানা দু'ম্যাচ জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি, ফর্মে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েলও । পাশাপাশি বিরাট কোহলি তো আছেনই । ফলে তিন ব্যাটারের দৌলতেই জয়ের হ্যাটট্রিক করতে চাইছে আরসিবি । এই ম্যাচেও দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি । ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামবেন ফ্যাফ ডু'প্লেসি ।

আরও পড়ুন:ইডেন ম্যাচে ধোনির খড়গপুর নিয়ে মন্তব্যে আপ্লুত খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম

কলকাতা নাইট রাইডার্স একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, নারায়ণ জাগদীশন, জেসন রয়, সুনীল নারিন, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, ডেভিড উইজ, বৈভব অরোরা, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ: বিরাট কোহলি, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমর, দীনেশ কার্তিক, সূয়ষ প্রভুদেশাই, ওয়ানিন্দু হাসারঙ্গা ডি সিলভা, ডেভিড উইলি, বিজয়কুমার ভিশাক, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ

আরও পড়ুন: টানা 4 ম্যাচে হারের ধাক্কা ভুলে আরসিবি-র বিরুদ্ধে জয়ের খোঁজে নাইটরা

Last Updated : Apr 26, 2023, 8:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details