কলকাতা, 6 এপ্রিল: 20 বলে তিন ছক্কা ও হাফ-ডজন বাউন্ডারিতে হাফ-সেঞ্চুরি ৷ লক্ষ্মীবারের ইডেনে কোহলি ক্যাম্পে 'বিরাট' কম্পনের নাম শার্দূল ঠাকুর ৷ 89 রানে পাঁচ উইকেট হারানোর পর তিন ব্যাটারের লড়াইয়ে 200 গণ্ডি টপকে গেল কেকেআর ৷ ভিভিআইপি বক্সে শাহরুখের উপস্থিতিতে ইডেনের বাইশ গজ 'পাঠান' হয়ে ওঠেন শার্দূল ৷ শেষ পর্যন্ত 29 বলে তিনটি ছয় ও 9টি চারের সাহায্যে 68 রানে আউট হন তিনি ৷ শার্দূল, রহমানুল্লাহ গুরবাজ ও রিঙ্কু সিংয়ের লড়াইয়ে নির্ধারিত 20 ওভারে সাত উইকেটে 204 রান তোলে কেকেআর ৷
শুরুতে গুরবাজের দুরন্ত ইনিংস পরে শার্দূল ও রিঙ্কু সিংয়ের সেঞ্চুরি পার্টনারশিপে ভর করে ম্যাচে ফেরে কলকাতা নাইটরাইডার্স ৷ 33 বলে 46 রানে ধামাকা ইনিংস খেলেন রিঙ্কু ৷ যার মধ্যে রয়েছে তিনটি ছয় ও 2টি চার ৷ ষষ্ঠ উইকেটে শার্দূল-রিঙ্কু মাত্র 45 রান 100 রানের পার্টনারশিপ গড়েন ৷ কেকেআর-এর মাত্র তিন ব্যাটার দু'অংকের রানে পৌঁছন । চতুর্থ দু'অংকের রানটি আসে মিস্টার অতিরিক্তের থেকে । তিনটি নো-বল ও 10টি ওয়াইড বল-সহ অতিরিক্তের খাতায় 23 রান যোগ করে আরসিবি ৷
এর আগে 44 বলে 57 রানের ইনিংস খেলা গুরবাজকে ডাগ-আউটে ফেরত পাঠিয়ে নাইটদের বড় ধাক্কা দেন করণ শর্মা ৷ মাত্রা 89 রানে চার উইকেট হারায় কেকেআর ৷ পরের বলেই ডাগ-আউটে ফেরেন আন্দ্রে রাসেলও ৷ 89 রানে পাঁচ উইকেট হারানোর পর ইডেনে ব্যাট হাতে জ্বলে ওঠেন শার্দূল ৷ মাত্র 20 বলে তিনটি ছক্কা ও 6টি বাউন্ডারির সাহায্যে হাফ-সেঞ্চুরি করেন তিনি ৷
তিন বছর পর ঘরের মাঠে নাইটদের প্রত্যাবর্তনের শুরুটা ভালো হল না ৷ ক্রিকেটের নন্দনকাননে কিং খানের আগমনেও কেকেআর টপ-অর্ডারকে উজ্জীবিত করতে পারেনি ৷ স্কোর বোর্ডে ফিফটি রান যোগ হওয়ার আগেই কেকেআর-এর তিন ব্যাটার ডাগ-আউটে ফিরে যান ৷ তবে ওপেনার গুরবাজের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে লড়াইয়ে ফেরে নাইটরা ৷