কলকাতা, 1 এপ্রিল:আইপিএলের প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামার 24 ঘণ্টা আগে মাঠে নেমে নাইটরা অনুশীলন করতে পারেনি। বাধ্য হয়ে এমসিএর ইনডোর স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নিয়েছেন নীতিশ রানারা। নতুন অধিনায়ক, নতুন কোচ নিয়ে আইপিএল ট্রফির লক্ষ্যে নামছে পার্পল ব্রিগেড। অধিনায়ক নীতিশ রানা বলছেন, ছোট ভুলে হারের বড় ধাক্কা যাতে না-নিতে হয় সেব্যাপারে কোচ তাঁদের সতর্ক করেছেন।
আইপিএলে এবছর বেশ কিছু নতুন নিয়ম সংযোজিত হয়েছে। যেমন ইমপ্যাক্ট ক্রিকেটার নেওয়া, টসের পরে দল ঘোষণা ইত্যাদি। নাইট অধিনায়ক বলছেন, এই নিয়মের ব্যাপারটি সব দল অধিনায়কের জন্যই খাটে। সেই অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি হলেও একই হবে। ফলে বাড়তি চিন্তা করছেন না। একইভাবে দেখছেন ইমপ্যাক্ট ক্রিকেটারের বিষয়টিও। নিজের নেতৃত্বের দায়িত্ব নিয়ে তিনি বলেছেন, ক্যাপ্টেন্সির নতুন দায়িত্ব আমার নামের সঙ্গে যুক্ত হয়েছে। তাই পুরো ক্রিকেট মরশুম নিয়েই আমি উত্তেজিত।
প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলা। ম্যাচের নীল নকশা ফাঁস করতে রাজি নন অধিনায়ক। তিনি বলেন, "অনেক কিছুই পরিকল্পনা করেছি আমরা। এটা আমাদের প্রথম ম্যাচ। সেই পরিকল্পনা আমাদের পক্ষে যেতে পারে বা বিপক্ষে । চোদ্দটি ম্যাচ খেলতে হবে। ম্যারাথন দৌড়। শিখতে শিখতেই আমাদের এগিয়ে যেতে হবে। প্রতিটি দলেরই নিজের পরিকল্পনা রয়েছে। আমাদের পরিকল্পনা মাঠেই দেখতে পাবেন।"
একদিকে শ্রেয়স আইয়ারের চোট সারিয়ে মাঠে ফেরার সম্ভাবনা উজ্বল হচ্ছে। অন্যদিকে, পঞ্জাব কিংসের দলে একাধিক ক্রিকেটারের চোটের ধাক্কা। এই প্রসঙ্গে নীতিশ রানা বলছেন, শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন তাদের জন্য ভালো খবর হবে। চোট, আঘাত সমস্যা সব দলেই রয়েছে। তবে প্রতিপক্ষের চোট নিয়ে চিন্তার চেয়ে নাইটরা নিজেদের বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ম্যাচ জয়ের অঙ্ক সাজাতে চায়।