পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: সুদর্শন মঞ্চে বিধ্বংসী শংকর, গিলের নজিরে রানের পাহাড়ে গুজরাত

শুভমন গিল, বিজয় শংকর ও সাই সুদর্শনের অনবদ্য ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্সকে 205 রানের টার্গেট দিল গুজরাত টাইটান্স ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 9, 2023, 3:07 PM IST

Updated : Apr 9, 2023, 5:21 PM IST

আমেদাবাদ, 9 এপ্রিল: মোতেরায় বিধ্বংসী বিজয় শংকর । মাত্র 24 বলে 63 রানের ইনিংসে দলকে রানের পাহাড়ের চূড়ায় তুললেন তামিল অল-রাউন্ডার । যোগ্য সঙ্গত করলেন রাজ্য দলের সতীর্থ । একুশের বছরের সাই সুদর্শনের ব্যাটে এল 38 বলে 53 রান । দুই ব্যাটারের দাপটে নির্ধারিত 20 ওভারে 204 রান তুলল গুজরাত টাইটান্স ।

শংকর-সুদর্শনের ব্যাটিং তাণ্ডবের আগেই অবশ্য নিজের কাজটা করে গিয়েছিলেন শুভমন গিল । ব্যক্তিগত 17 রানে ঋদ্ধিমান সাহা ডাগ-আউটে ফিরলেও স্বমহিমায় ব্যাট করলেন জাতীয় দলের ওপেনার । 39 রানে ক্রিজ ছাড়লেও আইপিএলে 2000 রান পেরিয়ে গেলেন পঞ্জাব-তনয় । দুই ওপেনারকেই ডাগ-আউটে ফিরিয়েছেন সুনীল নারিন । বড় রান করতে পারেননি অভিনব মনোহরও । সুযশ শর্মার বল বুঝতেই পারেননি গুজরাত ব্যাটার । যদিও তাতে টপ গিয়ারে রান তুলতে কোনও অসুবিধা হয়নি গুজরাত টাইটান্সের ।

আরও পড়ুন: সৌজন্যে ভক্তকূল ! বল্গাহীন গতিতে ছুটছে ষোড়শ আইপিএল

সামান্য অসুস্থতা থাকায় এই ম্যাচে খেলছেন না হার্দিক পান্ডিয়া । তাঁর বদলে গুজরাতকে নেতৃত্ব দিচ্ছেন রশিদ খান । আফগানি বোলারের নেতৃত্বেই টানা তৃতীয় ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে গুজরাত । ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে অ্যাওয়ে ম্যাচে নামছে নাইটরা । অন্যদিকে দুরন্ত ছন্দে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা । পরপর দু'টি ম্যাচ জিতে ঘরের মাঠে নামছে 'রশিদ অ্যান্ড কোং' । এই ম্যাচে তিলোত্তমার প্রধান ভরসা বরুণ চক্রবর্তী-সুনীল নারিন জুটি । মোতেরায় গত ম্যাচে জাদু দেখিয়েছিলেন রশিদ খান, রাজবর্ধন হাসারঙ্গারা । ফলে আরসিবি বধ করার স্ট্র্যাটেজিতেই ভরসা রাখছে নাইট নেতৃত্ব ।

আরও পড়ুন: চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার ক্ষমতা রয়েছে গুজরাতের, মত সঞ্জয় মঞ্জরেকরের

কলকাতা নাইট রাইডার্স একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, নীতীশ রানা, নারায়ণ জগদীসান, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব, সুয়শ শর্মা, বরুণ চক্রবর্তী

গুজরাত টাইটান্স একাদশ: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, অভিনব মনোহর, রশিদ খান, আলজারি জোসেফ, যশ ধুল, মহম্মদ শামি

Last Updated : Apr 9, 2023, 5:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details